সিলেটে শাওন হত্যা মামলার ২ আসামি ঢাকায় গ্রেফতার
- সিলেট ব্যুরো
- ০২ নভেম্বর ২০২৪, ১৩:০২
সিলেট নগরীর সাগরদীঘির পাড়ে ছুরিকাঘাতে নিহত শাওন আহমদ (২৫) হত্যা মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরখান থানার সামুলখার কমপ্লেক্স থেকে র্যাব-১ এর সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন সিলেট নগরের বাগবাড়ি এলাকার নুরুল আমিনের ছেলে সেলিম আহমদ ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।
জানা গেছে, কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে গত ১৮ অক্টোবর সন্ধ্যায় সাগরদিঘীর পাড় এলাকায় এক পক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সুবিদবাজার বনকলাপাড়ার সেলিম মিয়ার ছেলে শাওন আহমদ (২৫)। পরে রাত ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই সময় পুলিশ জানায়, সহযোগীদের হামলায় আহত হয়ে মৃত্যু হয়েছে শাওনের।
পরে ২০ অক্টোবর নিহতের পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান, এ ঘটনার পর থেকে তারা খুনিদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। শুক্রবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের একটি টিম র্যাব-১ এর সহযোগিতায় ঢাকার উত্তরখান থেকে ওই হত্যাকাণ্ডে জড়িত সেলিম ও রাব্বিকে গ্রেফতার করে।
এ মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে র্যাব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা