০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

সিলেটে শাওন হত্যা মামলার ২ আসামি ঢাকায় গ্রেফতার

সিলেটে শাওন হত্যা মামলার ২ আসামি ঢাকায় গ্রেফতার - নয়া দিগন্ত

সিলেট নগরীর সাগরদীঘির পাড়ে ছুরিকাঘাতে নিহত শাওন আহমদ (২৫) হত্যা মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরখান থানার সামুলখার কমপ্লেক্স থেকে র‌্যাব-১ এর সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন সিলেট নগরের বাগবাড়ি এলাকার নুরুল আমিনের ছেলে সেলিম আহমদ ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।

জানা গেছে, কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে গত ১৮ অক্টোবর সন্ধ্যায় সাগরদিঘীর পাড় এলাকায় এক পক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সুবিদবাজার বনকলাপাড়ার সেলিম মিয়ার ছেলে শাওন আহমদ (২৫)। পরে রাত ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই সময় পুলিশ জানায়, সহযোগীদের হামলায় আহত হয়ে মৃত্যু হয়েছে শাওনের।

পরে ২০ অক্টোবর নিহতের পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান, এ ঘটনার পর থেকে তারা খুনিদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। শুক্রবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের একটি টিম র‌্যাব-১ এর সহযোগিতায় ঢাকার উত্তরখান থেকে ওই হত্যাকাণ্ডে জড়িত সেলিম ও রাব্বিকে গ্রেফতার করে।

এ মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে র‌্যাব।


আরো সংবাদ



premium cement
মারিজুয়ানা থেকে পররাষ্ট্র, যুক্তরাষ্ট্র নির্বাচনে কোন ইস্যুতে কার কী নীতি? বৈদ্যুতিক আন্তঃসংযোগ চুক্তি স্বাক্ষর করল সৌদি আরব ও ভারত লালমনিরহাটে বিদেশী নাগরিকের টাকা চুরির ঘটনায় আটক ৪ টিটিসি অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতি : ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ কামনা নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমারখালীতে বর্ণিল আয়োজন সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পের মন্তব্য : যা বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব পশুর নদে গ্যাস ও কয়লাবাহী জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ১ চুয়াডাঙ্গা প্রকাশ্যে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ কর্মী ‘আওয়ামী লীগের আমলে প্রতিবছর ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে’ গাজার জাবালিয়ায় হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা হতাহত ইসরাইলের ৫ এলাকায় হিজবুল্লাহর একযোগে হামলা

সকল