সিলেটে ভারত সীমান্ত থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- আবদুল কাদের তাপাদার, সিলেট
- ০১ নভেম্বর ২০২৪, ১৭:৫৮
ভারতে পালানোর সময় সিলেটের গোয়াইনঘাট তামাবিল সীমান্ত থেকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো: নোমান হোসেন (৩৮) গ্রেফতার হয়েছেন।
আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোয়াইঘাট থানা পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, তার বিরুদ্ধে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি জামিনে রয়েছেন। তাকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সদর দফতরের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা