বিয়ানীবাজারে একই দিনে ২টি লাশ উদ্ধার
- বিয়ানীবাজার প্রতিনিধি
- ৩১ অক্টোবর ২০২৪, ১৯:৩৬
বিয়ানীবাজারে পৃথক দুটি স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার চারখাই ও লাউতা ইউনিয়নের পৃথক এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চারখাইয়ের পইলগ্রাম থেকে নিশা বেগম (২৪) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মাত্র সাত মাস আগে ওই যুবতীর বিয়ে হয়। তিনি কাকরদিয়া গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। বুধবার রাতের কোনো এক সময়ে বাবার বাড়িতে গলায় ফাঁস দেয় সে।
এদিকে, একইদিন উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারি জুবের আহমদ (৩৫) নামের আরেক যুবকের লাশ পাওয়া গেছে। তিনি আব্দুর রহিমের ছেলে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক চৌধুরী বলেন, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা