আই ফোনের জন্য বন্ধুকে নিয়ে জোড়া খুন
- সুনামগঞ্জ প্রতিনিধি
- ৩১ অক্টোবর ২০২৪, ১৬:৩৯
পার্টির টাকা জোগাড় করতে আইফোন ও টাকা চুরির জন্য বন্ধুকে নিয়ে সুনামগঞ্জে মা-ছেলেকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় একই দিন ভোরে ঢাকার সাভার এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে এসব কথা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার ভোরে পৌর শহরের হাসননগর এলাকায় নিজ ঘরে খালা ফরিদা বেগম (৫০) ও খালাতো ভাই মিনহাজ (২০) খুন হন।
সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, ‘পার্টি করার জন্য টাকার সংস্থান করতে খালার বাসা থেকে আইফোন, টাকা-পয়সা ও সোনা-দানা চুরির পরিকল্পনা করে সপ্তম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থী। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার ভোরে বন্ধুকে নিয়ে চুরি করতে গেলে খালাতো ভাই মিনহাজের ঘুম ভেঙে যায়। তাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে রান্নাঘর থেকে বটি এনে খালাতো ভাই মিনহাজ ও খালা ফরিদাকে কুপিয়ে হত্যা করে এবং ঢাকায় পালিয়ে যায়।’
তিনি আরো বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে ঢাকার সাভার থেকে আটক করা হয়েছে।’
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ আলী উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা