কুলাউড়ার নিখোঁজ দম্পতি ৬ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার
- খোঁজ দম্পতি ৬ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ৩১ অক্টোবর ২০২৪, ১৬:২০
কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকার বাসিন্দা সালাম আহমদ ও তার স্ত্রীকে নিখোঁজের ছয় দিন পর চট্টগ্রামের বাঁশখালি থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালের দিকে ওই দম্পতিকে উদ্ধার করে কুলাউড়া থানায় আনা হচ্ছে বলে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আফসার।
তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ নিখোঁজ দম্পতির অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের বাঁশখালি পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়। তবে নিখোঁজ দম্পতি কুষ্টিয়ায় ব্যবসায়িক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা থাকলেও বাঁশখালিতে কিভাবে গেলো এবং কারা নিয়ে গেল তা জানা যায়নি। দম্পতিকে থানায় আনার পর বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, কুষ্টিয়ায় এক বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়ার জন্য গত শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে কুলাউড়া থেকে রওয়ানা হন সালাম। পর দিন শনিবার দুপুর পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের যোগাযোগ হয়। কিন্তু দুপুরের পর থেকেই সালামের মোবাইলটি বন্ধ পাওয়া যায়। কুষ্টিয়ায় যে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা সেখানেও যায়নি। বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নেয়ার পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ বাঁশখালি থেকে উদ্ধার করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা