৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

কুষ্টিয়া যাওয়ার পথে কুলাউড়ার দম্পতি নিখোঁজ

- ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে কুলাউড়ার ব্যবসায়ী সালাম আহমদ ও তার স্ত্রী নিখোঁজ হয়েছেন। গত ৫ দিন থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সালাম আহমদ কুলাউড়া বাজারের ব্যবসায়ী ও উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার বিকেলে কুষ্টিয়ায় এক ব্যবসায়ীক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য স্ত্রী-সহ রওনা দেন। পরদিন শনিবার দুপুর পর্যন্ত তাদের ব্যবহৃত মোবাইল নাম্বারে পরিবারের সাথে যোগাযোগ হয়। কিন্তু দুপুরের পর থেকে ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে। কুষ্টিয়ায় আত্মীয়ের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরও তাদের সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তাদের কোনো সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ০১৩০১৮৭৭৫৮৫ এই নাম্বার কুলাউড়া থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement