২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬
`

সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - ছবি : নয়া দিগন্ত

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সিলেটে দৈনিক নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, সংবাদ পরিবেশনে নয়া দিগন্ত উন্মোচনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল ‘দৈনিক নয়া দিগন্ত’। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সেই দিগন্ত ছিল মেঘাচ্ছন্ন। বার বার বাধাগ্রস্ত হয়েছে পথচলা। তবুও থেমে যায়নি পত্রিকাটি। বরং পাঠক প্রিয়তায় অনন্য উচ্চতায় আসীন হয়েছে। দৈনিক নয়া দিগন্তের নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অনন্য। জাতির দৃষ্টি কেড়েছে বার বার।

রোববার (২৭ অক্টোবর) সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাব সভাপতি ও সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার। অনুভুতি ব্যক্ত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সাজেদুল করিম, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর জামায়াতের আমির মো: ফখরুল ইসলাম, বিএনপি নেতা সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী কয়েস লোদী, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের এ্যানেসথেশিয়া বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. মো: হেলাল উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (নর্থ) মো: শাহরীয়ার আলম, আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সিলেট ব্যুারো প্রধান সেলিম আউয়াল, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, শাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো: আব্দুল কাদির, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: হোসাইন আহমদ, কবিও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, অ্যাডভোকেট মো: সোহেল আহমদ, ব্যবসায়ী আব্দুর রহমান শাহীন, আমেরিকান তেল গ্যাস কোম্পানি শেভরনের কর্মকর্তা ফেরদৌস আহমদ, এসএসসি ছিয়াশি ব্যাচের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক আবুল খায়ের, দুর্নীতিমুক্তকরণ ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, সাংবাদিক জুলফিকার তাজুল, দৈনকি নয়া দিগন্তের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও নয়া দিগন্ত প্রতিনিধি মনজুর আহমদ, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি বদরুল আমীন।

অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সিলেট চেম্বারের পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন সিলেটে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এম এ মজিদ, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, নাবিল চৌধুরী, শহীদুল ইসলাম, রেজওয়ান আহমদ, সিলেট লেখিকা সঙ্ঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি, বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনামা সাব্বির চৌধুরী, বিশিষ্ট কবি রওশন আরা বাঁশি, শিক্ষিকা আফিয়া সুলতানা, কবি লিপি খান, সিলেট বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আহাদ, দৈনিক হাওরাঞ্চলের সম্পাদক মাহতাব তালুকদার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, নয়াদিগন্তের ওসমানীনগর প্রতিনিধি মুহিব হাসান, উপন্যাসিক মোয়াজ আফসার পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রাজু আহমদ, সাংবাদিক আবদুল ওয়াহিদ চৌধুরীসহ শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরে বিশাল কেক কেটে দৈনিক নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। কেককাটা অনুষ্ঠানে রাজনৈতিক নেতা ও সাংবাদিক সংগঠনের নেতাসহ পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান, সাথে আছেন আগা সালমান ইউএস-বাংলার ফ্লাইটে মিলল ৭ কেজি স্বর্ণ কমলাপুরের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল : ব্যবস্থা নিতে তদন্ত কমিটি সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই গ্রেফতার সাবেক ডিএমপি কমিশনারকে বিমানবন্দরে আটকে দিলো পুলিশ নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির ক্ষমতা কেন অবৈধ নয় : হাইকোর্ট সাংবিধানিক সঙ্কট সৃষ্টির পাঁয়তারা চলছে : সালাহউদ্দীন আহমেদ খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আটক ২ ছাত্রলীগের শামসুন্নাহার হলের ঊর্মি ও সূর্যসেন হলের রাকিব গ্রেফতার গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শিবচরে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালিত

সকল