২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১, ২১ রবিউস সানি ১৪৪৬
`

সিলেট থেকে পলাতক আসামি শাওন গ্রেফতার

গ্রেফতার হওয়া আসামি মুহিদুর রহমান শাওন - ছবি : নয়া দিগন্ত

কুলাউড়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলায় ওয়ারেন্ট হওয়া পলাতক আসামি মুহিদুর রহমান শাওনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার গ্রেফতার হওয়া এ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া আসামি মুহিদুর রহমান শাওন কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামের মরহুম মোহাম্মদ আলী মধু মিয়ার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ওসি মো: গোলাম আপছারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সিলেট থেকে শাওনকে গ্রেফতার করে।

২০২৩ সালের ১৮ ডিসেম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের মরহুম আছদ্দর আলীর ছেলে ব্যবসায়ী তৌহিদুল হায়দারের ওপর অতর্কিত হামলা চালান মুহিদুর রহমান শাওনসহ তার সহযোগীরা। পরে এ ঘটনায় মুহিদুর রহমান শাওন, মুজাহিদ ইসলাম ও রুবেল মিয়ার নামে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী তৌহিদুল।

২০২৩ সালের ২৫ মার্চ রাজনগর থানার হাজীনগর চা বাগান এলাকার বাসিন্দা মরহুম কুদ্দুস মিয়ার ছেলে মো: জলিল মিয়ার ওপর হামলা চালান মুহিদুর রহমান শাওন ও রুবেল মিয়া। এ ঘটনায় মুহিদুর রহমান শাওন ও রুবেল মিয়ার নামে মামলা দায়ের করেন জলিল মিয়া।

এ দিকে, মুহিদুর রহমান শাওনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় আরেকটি মামলা দায়ের করেন আমির আলী নামের এক ব্যক্তি। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় প্রতারণা ও মারামারির ঘটনায় মুহিদুর রহমান শাওনের বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে।

কুলাউড়া থানার ওসি মো: গোলাম আপছার বলেন, 'ওয়ারেন্টভুক্ত আসামি শাওন দীর্ঘদিন ধরে সিলেটে আত্মগোপনে ছিলেন। অবশেষে তাকে পুলিশের অভিযানে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আসামি শাওনকে আজ শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অগ্রণী ভূমিকাকে সমর্থন করবে রাশিয়া আখাউড়ায় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক দেশ ও জাতিসত্তাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সক্রিয় থাকতে হবে : সেলিম উদ্দিন কুমিল্লায় ছাত্রদের ন্যায্য মূল্যের বাজারে ক্রেতাদের ভিড় র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের ‘বাংলাদেশ বির্নিমাণে ছাত্র-জনতাকে নিয়ে কাজ করবে গণঅধিকার পরিষদ’ সিলেটে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত পাবনায় ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করল বিশেষ টাস্কফোর্স টিম বিওএ’র নতুন সভাপতি হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪৭৭ সাংবিধানিক রাজনীতি ও জামায়াতে ইসলামী

সকল