২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে ২ কোটি টাকার চোরাই পণ্যসামগ্রী জব্দ

জব্দ করা চোরাই পণ্যসামগ্রী - ছবি : নয়া দিগন্ত

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক যৌথ অভিযানে দু’কোটি টাকার দেশী ও বিদেশী চোরাই পণ্যসমগ্রী জব্দ করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব পণ্যসামগ্রী জব্দ করা হয়।

প্রথম অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী উত্তর-কলাউড়া এলাকায় টাস্কফোর্সের অভিযানে ৪১ হাজার ৮৭৭ কেজি বাংলাদেশী রসুন ও ১০০ কেজি সুপারি জব্দ করা হয়।

বিজিবি ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানের নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলার ভূমি অধিগ্রহণ শাখা, ত্রাণ ও পুর্নবাসন শাখা সহকারী কমিশনার মো: রৌশন আহমেদ।

অপরদিকে সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ পিস ভারতীয় শাড়ী, ৩২১ বোতল মদ, দু’টি মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী আটটি নৌকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দু’কোটি ১৩ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালগুলো আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement