গোলাপগঞ্জে দ্বিতীয় বিবাহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুন
- সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ (সিলেট)
- ১৯ অক্টোবর ২০২৪, ২১:০৯
সিলেটের গোলাপঞ্জে দ্বিতীয় বিবাহের জের ধরে স্ত্রীর হাতে নির্মমভাবে খুন হলেন মসজিদের ইমাম রুহুল আমিন (৩৭)।
নিহত রুহুল গোয়াইনঘাট উপজেলার সাইদুল ইসলামের ছেলে। নিহত ইমাম দীর্ঘদিন ধরে উপজেলার ফুলবাড়ি ইউপির হিলালপুর জামে মসজিদে ইমামতি করে আসছেন।
শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার ফুলবাড়ি ইউপির হিলালপুর গ্রামের মুজিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইমাম উদ্দিন দীর্ঘদিন ধরে উপজেলার ফুলবাড়ি ইউপির হিলাপুর জামে মসজিদে ইমামতি করে আসছেন। তিনি স্ত্রীকে নিয়ে একই এলাকার মুজিবুর রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বাস করতেন। ইমাম উদ্দিন স্ত্রী নাদিয়া বেগমকে বিবাহ করেন প্রায় সাত বছর আগে।
থানা সূত্রে জানা যায়, নিহতের স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করেছে পুলিশ। এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহের পর থেকে তাদের পরিবারের কোনো সন্তান না থাকায় তিনি প্রথম স্ত্রী নাদিয়া বেগমের অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ করেন প্রায় দুই সপ্তাহ আগে। শুক্রবার রাতে স্ত্রী নাদিয়া বেগম খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে গভীররাতে কোনো একসময় স্বামী ইমাম উদ্দিনকে শ্বাসরুদ্ধ করে শয়নকক্ষের খাটের নিচে রাখেন। পাশের লোকজন ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে সংবাদ দেয়। খবরে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে এলেন। পরে স্ত্রীকে আটক ও স্বামীর লাশ উদ্ধার করা হয়।
মসজিদের ইমাম রুহুল আমিন নিহত ও স্ত্রী নাদিয়া বেগমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের।