২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩০, ১৬ রবিউস সানি ১৪৪৬
`

গোলাপগঞ্জে দ্বিতীয় বিবাহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুন

নিহত ইমাম উদ্দিন - ছবি : নয়া দিগন্ত

সিলেটের গোলাপঞ্জে দ্বিতীয় বিবাহের জের ধরে স্ত্রীর হাতে নির্মমভাবে খুন হলেন মসজিদের ইমাম রুহুল আমিন (৩৭)।

নিহত রুহুল গোয়াইনঘাট উপজেলার সাইদুল ইসলামের ছেলে। নিহত ইমাম দীর্ঘদিন ধরে উপজেলার ফুলবাড়ি ইউপির হিলালপুর জামে মসজিদে ইমামতি করে আসছেন।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার ফুলবাড়ি ইউপির হিলালপুর গ্রামের মুজিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইমাম উদ্দিন দীর্ঘদিন ধরে উপজেলার ফুলবাড়ি ইউপির হিলাপুর জামে মসজিদে ইমামতি করে আসছেন। তিনি স্ত্রীকে নিয়ে একই এলাকার মুজিবুর রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বাস করতেন। ইমাম উদ্দিন স্ত্রী নাদিয়া বেগমকে বিবাহ করেন প্রায় সাত বছর আগে।

থানা সূত্রে জানা যায়, নিহতের স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করেছে পুলিশ। এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহের পর থেকে তাদের পরিবারের কোনো সন্তান না থাকায় তিনি প্রথম স্ত্রী নাদিয়া বেগমের অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ করেন প্রায় দুই সপ্তাহ আগে। শুক্রবার রাতে স্ত্রী নাদিয়া বেগম খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে গভীররাতে কোনো একসময় স্বামী ইমাম উদ্দিনকে শ্বাসরুদ্ধ করে শয়নকক্ষের খাটের নিচে রাখেন। পাশের লোকজন ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে সংবাদ দেয়। খবরে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে এলেন। পরে স্ত্রীকে আটক ও স্বামীর লাশ উদ্ধার করা হয়।

মসজিদের ইমাম রুহুল আমিন নিহত ও স্ত্রী নাদিয়া বেগমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের।


আরো সংবাদ



premium cement
জান্তা পতনে মিয়ানমারে মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান এক সাথে লড়ছে ইলেকশন কমিশন গঠনে দ্রুতই সার্চ কমিটি হবে : মাহফুজ জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ঢাকা আসছেন ইতালি দূতাবাস কর্মকর্তাদের ছবি ও আইডি ব্যবহার করে প্রতারণা ১৫৭.৯০ টাকা লিটার দরে সয়াবিন তেল কিনবে সরকার বিয়ে বিচ্ছেদের পথেই হাঁটছেন প্রিন্স হ্যারি ও মেগান! পল্লী বিদ্যুতের ব্ল্যাক আউট : প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশে আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে নির্বাচন সম্ভব? সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি আজ পদোন্নতি পদায়নে এখনো সুবিধা নিচ্ছেন আওয়ামীপন্থী শিক্ষকরা আমরা একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখছি : ডা: শফিক

সকল