১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩০, ১৫ রবিউস সানি ১৪৪৬
`

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

শাওন আহমেদ - ছবি : নয়া দিগন্ত

সিলেট নগরীর সাগরদিঘীরপার এলাকায় দুই পাড়ার যুবকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত শাওন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শাওন আহমদ নগরের সুবিদবাজার বনকলাপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে।

জানা গেছে, বাগবাড়ি ও সাগরদিঘীর পাড় এলাকায় দুই দল যুবকের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে শাওনকে ছুরিকাহত করে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। ছুরিকাহত হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাওন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ সূত্র জানায়, শাওন প্রতিপক্ষের হামলায় আহত হয়ে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, রাত ৮টার দিকে শাওনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। আশঙ্কাজনক হওয়াতে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লবের শহীদদের জাতি স্মরণে রাখবে : ধর্ম উপদেষ্টা ‘নির্বাচনের সময় নিয়ে’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ নজরুল ছুটি শেষে রোববার খুলছে ববি, সোমবার থেকে প্রথম বর্ষের ক্লাস ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে : পুতিন পোশাক শিল্প এখন স্থিতিশীল : বিজিএমইএ সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে হত্যা হামাসের প্রধান সিনওয়ারের নিহতের ঘটনায় গভীর শোক জামায়াতের টাঙ্গাইলে সাবেক এমপি ফজলুর রহমান খানের ইন্তেকাল ইতালির আদালতের নির্দেশে আপাতত স্বস্তি মিলেছে ১০ বাংলাদেশীর চৌদ্দগ্রামে সিকিউরিটি গার্ডের হাত-পা বাঁধা লাশ উদ্ধার বাঁচতে চান নোবিপ্রবির শিক্ষার্থী ওমর ফারুক

সকল