১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩০, ১৩ রবিউস সানি ১৪৪৬
`

সিলেটে বিজিবির হাতে অর্ধকোটি টাকার চোরাই মাল জব্দ

সিলেটে বিজিবির অভিযানে জব্দ করা পণ্যসামগ্রী - ছবি : নয়া দিগন্ত

সিলেটে আবারো বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার চোরাই মাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ‘সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১০৮টি ভারতীয় শাড়ি, দু’হাজার ৪৩০ পিস নিভিয়া সফট ক্রিম, এক হাজার ৪১৫টি প্রেকটিন সিরাপ, এক হাজার ৫০০ কেজি চিনি, এক হাজার ৬৮০ প্যাকেট বিড়ি, সাত হাজার ৪৪০ পিস সুপারি, ৭৫০টি সাবান, ৫৯০ কেজি বাংলাদেশী রসুন, দু’টি অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ এসব মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য ৪২ লাখ ১৫ হাজার ২৪০ টাকা।

হাফিজুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা মালামালগুলো আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement