১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬
`

রুদ্র সেনের বোনের চাকরি হবে বিশ্ববিদ্যালয়ে : শাবিপ্রবি ভিসি

রুদ্র সেনের বোনের চাকরি হবে বিশ্ববিদ্যালয়ে : শাবিপ্রবি ভিসি - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুদ্র সেনের বোনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয়া হবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

শনিবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় রুদ্র সেনের পরিবারের সাথে সাক্ষাতকালে তিনি এ কথা জানান।

প্রতিনিধি দলে ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো: ইউনুস আলী, ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ও সিলেট বিভাগীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।

এ সময় অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বৈষম্যবিরোধী আন্দোলনে রুদ্র সেনের আত্মত্যাগ ও অবদানের কথা উল্লেখ করে পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদানের একটি চেক রুদ্র সেনের বাবা সুবীর সেন ও মা শিখা বণিকের হাতে তুলে দেন তিনি। বিশ্ববিদ্যালয়ে আসার জন্য পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানান এবং রুদ্র সেনের নামে ক্যাম্পাসের একটি স্থাপনা নামকরণের ঘোষণাও দেন ভাইস চ্যান্সেলর।

এ সময় পরিবারের সদস্যরা রুদ্র সেনের বোনের চাকরির বিষয়ে কথা বললে ভিসি তাকে চাকরি দেয়ার আশ্বাস দেন এবং এ ব্যাপারে বিধি মোতাবেক সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান ভিসি।

উল্লেখ্য, রুদ্র সেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।


আরো সংবাদ



premium cement
শিগগিরই ডিমের দাম কমবে : মৎস্যসম্পদ উপদেষ্টা দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চলছে : মাসুদ সাঈদী ‘নিউজের ট্রিটমেন্ট নিয়ে কোনো চাপ দেবে না সরকার’ ভারতের রানের পাহাড়, বিধ্বস্ত বাংলাদেশ বিচার বিভাগের কাজের মধ্য দিয়েই জনগণ বুঝবে আমাদের পদক্ষেপ : প্রধান বিচারপতি পূজামণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম চাকরিতে প্রবেশের বয়স: পুরুষের ৩৫, নারীর ৩৭ বছর করার সুপারিশ চন্দনাইশে জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ মিরসরাইয়ে বাসচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৩ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ কুলাউড়ায় নিখোঁজের ২ দিন পর ডুবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সকল