২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে দেড় কোটি টাকার অবৈধ পণ্য ও গবাদিপশু জব্দ

সিলেটে দেড় কোটি টাকার অবৈধ পণ্য ও গবাদিপশু জব্দ - ছবি : নয়া দিগন্ত

সিলেটে দেড় কোটি টাকার অবৈধ পণ্য ও গবাদিপশু জব্দ করা হয়েছে। সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ অবৈধ পণ্য ও গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টহলদল ৭৯৬ পিস ভারতীয় শাড়ি, ১৯টি ভারতীয় গরু, ৬০৪০ কেজি ভারতীয় চিনি, ১২০ কেজি পোস্তদানা, ৩৩৭ কেজি জিরা, ১৮৬ বোতল ভারতীয় মদ, ১০ বোতল বিয়ার, একটি মাহিন্দ্রা, দুই হাজার ১৩৩ কেজি রসুনসহ অন্যান্য মালামাল আটক করতে সক্ষম হয়। যার মূল্য এক কোটি ৪৫ লাখ ৩৪ হাজার টাকা।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানের মালামাল আটক করা হয়।

উল্লেখ্য, গতকাল ৭ অক্টোবর অর্ধকোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement