২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে যৌথবাহিনীর অভিযানে বালুর নিচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

সিলেটে যৌথবাহিনীর অভিযানে বালুর নিচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

সিলেটের বালাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বালুর নিচত থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলার বদরনগর এলাকা থেকে এসব অস্ত্র ও গুলী উদ্ধার করা হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ওসমানীনগর ক্যাম্পের দ্বায়িত্বে থাকা ক্যাপ্টেন মো: মুবীন।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জ উপজেলার বদরনগর গ্রামের সুইচ গেইট এলাকার বড়ভাগা নদীর পাশে বালুর নিচ থেকে পলিথিনে মুড়ানো একটি একনলা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত বন্দুক ও গুলি থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement