০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

'ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো চক্রান্ত-ষড়যন্ত্র করছে’

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী - ছবি : নয়া দিগন্ত

সিলেটের জুড়ীতে আজ রোববার বিএসএফ-এর গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎকালে ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো চক্রান্ত-ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদ, মুগ্ধ, ফায়াজসহ সকল শহীদের আত্মা কষ্ট পাবে। তাদের আত্মত্যাগ কলঙ্কিত হবে। গণতন্ত্রের পক্ষে যারা জীবন দিয়েছেন, স্বর্ণা দাসের মতো সার্বভৌমত্বের পক্ষে যারা জীবন দিয়েছেন তাদের স্মরণে রাখতে হবে। তাহলে এ দেশ বাঁচবে। সার্বভৌমত্ব বাঁচবে। তখন স্বাধীন জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। আর যদি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় জুলাই গণহত্যায় জড়িতরা মাথাচাড়া দিয়ে ওঠে, এটা হবে এই জাতির জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা, কাতার বিএনপির সাধারণ সম্পাদক, বড়লেখা জুড়ী আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফুল হক সাজু।

বড়লেখা উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন 'আমরা বিএনপি পরিবার' -এর উপদেষ্টা আলমগীর কবীর, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন মিথুন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু প্রমুখ।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর রাতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত দিয়ে মায়ের সাথে ভারতে যাওয়ার পথে বিএসএফ-এর গুলিতে মারা যায় স্বর্ণা দাস। স্বর্ণা জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।


আরো সংবাদ



premium cement
ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে চবি শিক্ষার্থীদের লাল ব্যাজ ধারণ সাবেক কাস্টমস কর্মকর্তা আলাউদ্দিনে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেকুয়ায় চিংড়ি ঘেরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব ভারতে রাসূল সা:-কে নিয়ে কটূক্তিকারী পুরোহিত আটক ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম চলতি মাসে প্রথম ৫ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন ডলার খাগড়াছড়িতে সঙ্ঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ অক্টোবরের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন ডলার মিরাজে মান বাঁচালো বাংলাদেশ, পায়নি লড়াইয়ের পুঁজি

সকল