দিনমজুর মনিরুল ইসলাম বাঁচতে চান
- তৌহিদ চৌধুরী প্রদীপ , সুনামগঞ্জ
- ০১ অক্টোবর ২০২৪, ২১:০১, আপডেট: ০১ অক্টোবর ২০২৪, ২১:১১
ট্রলার দুর্ঘটনায় গুরুতর আহত দিনমজুর মনিরুল ইসলাম বাঁচতে চান। তার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামে। মনিরুল ইসলাম জীবন ও জীবিকার তাগিদে ইঞ্জিনচালিত নৌকায় কাজ করতেন। প্রতিদিনের মতো তিনি গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সুনামগঞ্জের বালু চড়ায় স্টিল বডি নৌকায় বালুভর্তি করে দুর্লভপুর ঘাটে ডাম্পিং করতে নিয়ে আসার সময় ইঞ্জিন চালু করেন। এসময় তার কোমরে গামছা বাঁধা ছিল। গামছা ঝুলন্ত অবস্থায় থাকায় অতিরিক্ত অংশ মেশিনের চাকার সাথে প্যাঁচ খেয়ে মনিরুলের কোমর ও হাত পা থেঁতলে যায়। এই ঘটনায় নৌকার মাঝি দ্রুত ইঞ্জিনচালিত নৌকা বন্ধ করে দেন। তখন তার অবস্থা আশঙ্কাজনক হলে তাড়াতাড়ি তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চার নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর সিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মনিরুল ইসলামের পারিবারিক সূত্র জানিয়েছে, কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন, তার বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পেতে অনেক সময় ও চিকিৎসার প্রয়োজন। সেক্ষেত্রে তার তিন-চার লাখ টাকা লাগতে পারে।
স্থানীয়রা জানান, তার চার সদস্যের পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম। হতভাগ্য মনিরুলের এই গুরুতর অবস্থা থেকে বাঁচার জন্য এত টাকা জোগাড় করা সম্ভব না। এমনকি চিকিৎসা চালানোর মতো কোনো সক্ষমতা তার পরিবারের না থাকায় দেশ ও প্রবাসের হৃদয়বান দানশীল ব্যক্তির কাছে সাহায্য চেয়েছেন।
সবার সহায়তায় সুস্থ হয়ে ফিরে আসতে পারেন মনিরুল ইসলাম। এমন আশায় বুক বেঁধেছেন তার পরিবার।
সাহায্যের জন্য প্রয়োজনে- বিকাশ পার্সোনাল- (01610641917) মাওলানা সাজিদ বিন ইউনুস। রাহাদ আলম হৃদয় (01756619184)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা