২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দিনমজুর মনিরুল ইসলাম বাঁচতে চান

ট্রলার দুর্ঘটনায় আহত দিনমজুর মনিরুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

ট্রলার দুর্ঘটনায় গুরুতর আহত দিনমজুর মনিরুল ইসলাম বাঁচতে চান। তার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামে। মনিরুল ইসলাম জীবন ও জীবিকার তাগিদে ইঞ্জিনচালিত নৌকায় কাজ করতেন। প্রতিদিনের মতো তিনি গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সুনামগঞ্জের বালু চড়ায় স্টিল বডি নৌকায় বালুভর্তি করে দুর্লভপুর ঘাটে ডাম্পিং করতে নিয়ে আসার সময় ইঞ্জিন চালু করেন। এসময় তার কোমরে গামছা বাঁধা ছিল। গামছা ঝুলন্ত অবস্থায় থাকায় অতিরিক্ত অংশ মেশিনের চাকার সাথে প্যাঁচ খেয়ে মনিরুলের কোমর ও হাত পা থেঁতলে যায়। এই ঘটনায় নৌকার মাঝি দ্রুত ইঞ্জিনচালিত নৌকা বন্ধ করে দেন। তখন তার অবস্থা আশঙ্কাজনক হলে তাড়াতাড়ি তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চার নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর সিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মনিরুল ইসলামের পারিবারিক সূত্র জানিয়েছে, কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন, তার বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পেতে অনেক সময় ও চিকিৎসার প্রয়োজন। সেক্ষেত্রে তার তিন-চার লাখ টাকা লাগতে পারে।
স্থানীয়রা জানান, তার চার সদস্যের পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম। হতভাগ্য মনিরুলের এই গুরুতর অবস্থা থেকে বাঁচার জন্য এত টাকা জোগাড় করা সম্ভব না। এমনকি চিকিৎসা চালানোর মতো কোনো সক্ষমতা তার পরিবারের না থাকায় দেশ ও প্রবাসের হৃদয়বান দানশীল ব্যক্তির কাছে সাহায্য চেয়েছেন।
সবার সহায়তায় সুস্থ হয়ে ফিরে আসতে পারেন মনিরুল ইসলাম। এমন আশায় বুক বেঁধেছেন তার পরিবার।
সাহায্যের জন্য প্রয়োজনে- বিকাশ পার্সোনাল- (01610641917) মাওলানা সাজিদ বিন ইউনুস। রাহাদ আলম হৃদয় (01756619184)


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল