২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আদর্শ সমাজ বিনির্মাণে রাসূলের (সা:) সিরাত অনুসরণের বিকল্প নেই : অ্যাডভোকেট জুবায়ের

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘আদর্শ সমাজ বিনির্মাণে রসূলের (সা:) সিরাতকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। প্রিয় নবী মুহাম্মাদ (সা:)-এর দেখানো মানবীয় মূল্যবোধের প্রতি আমাদের নজর রাখতে হবে। তাকে মানার মাধ্যমেই কেবল মানবতা সঠিক পথে পরিচালিত হবে। প্রকৌশলীগণ অবকাঠামোগত উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে থাকেন। তাদের কাজের ব্যাপারে সততা ও নিষ্ঠা থাকার বিকল্প নেই। আমাদেরকে ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পথ প্রশ্বস্ত করতে হলে অবশ্যই নবী (সা:)-এর দেখানো আদর্শ মতো কাজ করতে হবে।‘

তিনি বলেন, ‘জীবনের সব ক্ষেত্রে আমাদের মুহাম্মদ (সা:)-এর আদর্শকে গ্রহণ করতে হবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ফলে জ্ঞানের ক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। যারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাদের একমাত্র মুহাম্মদ (সা:) কেউ নেতা মেনে তাঁর আদর্শকে লালন করতে এবং তা বাস্তবায়ন করতে হবে।‘

গত শনিবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট মহানগর ও ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট সিলেট মহানগরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘প্রকৌশলীদের ভারসাম্যপূর্ণ জীবন গঠনে রাসূলুল্লাহ (সা:)-এর জীবন ও কর্ম‘ শীর্ষক সিরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জাকারিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর প্রকৌশলী সৈয়দ মিছবাহ উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন, কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রের অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ফোরামের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট আলিম উদ্দিন, ল‘ইয়ার্স কাউন্সিলের সিলেটের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, আইডিইবি সিলেট জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মসরু।

ফোরামের সিলেট অঞ্চল পরিচালক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, সিলেট জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আবু জাহিদ চৌধুরী, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নোমান আহমদ, সিলেট মহানগরীর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

এছাড়া সেমিনারে সিলেটের কয়েকশত ডিপ্লোমা, বিএসসি ইঞ্জিনিয়ারি ও আর্কিটেক্টরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল