২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে এবার শীতে তাপমাত্রা নেমে যেতে পারে ৩ ডিগ্রিতে!

ভারতে এবার শীতে তাপমাত্রা নেমে যেতে পারে ৩ ডিগ্রিতে! - ছবি : সংগৃহীত

তীব্র গরমের পর এবার প্রবল শীতে কাঁপতে চলেছে গোটা ভারত। তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াসে। এমনটাই সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ তথা আইএমডি। দেশের বিভিন্ন অংশে প্রচুর বৃষ্টি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে শীতের ওপরেও।

এমনিতেই ভারতের বেশ কয়েকটি জায়গায় প্রবল শীত থাকে। তবে এবার হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, জম্মু কাশ্মিরে তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রিতে।

হওয়া অফিস জানিয়েছে, ভারতের বিভিন্ন প্রান্তে এবার শীতের প্রভাব অনেক বেশি থাকবে। এর অন্যতম কারণ হলো লা নিনার প্রভাব। এর ফলে সমুদ্রের তাপমাত্রা অনেক হেরফের হবে। ফলে এর সাথে তাল রেখে স্থলভাগে তাপমাত্রা অনেক প্রভাব পড়বে। প্রবল গরম, বৃষ্টির পর এবার প্রবল শীত অপেক্ষা করছে সবার জন্য। তাই নিজেকে এখন থেকে তৈরী রাখুন।
সূত্র : আজকাল

 


আরো সংবাদ



premium cement