২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

পশ্চিমবঙ্গে চিকিৎসকে হত্যাকাণ্ডের পর কঠোর হচ্ছে ধর্ষণ আইন

উচ্চতর আদালতের নির্দেশে মোতায়েন করা কেন্দ্রীয় ইন্ডাস্ট্রিয়াল নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সৈন্যরা এক সরকারি হাসপাতালের মধ্যে রুটিন টহল দিচ্ছেন। কলকাতা, ভারত। ফটোঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ - ছবি : ভয়েস অব আমেরিকা

পশ্চিমবঙ্গে গত মাসে এক শিক্ষার্থী-চিকিৎককে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার জেরে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। এবার সেই রাজ্য ধর্ষণের জন্য আরো কঠোর সাজা চালু করতে চলেছে। এই সাজার মধ্যে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ড।

তবে, এই কঠোর আইন পাশ করলেই নারীদের ওপর যৌন হেনস্তা ও হয়রানি কমবে কি-না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজকর্মীরা।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্বসম্মতিক্রমে ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ পাশ হয়েছে। এই বিলে ধর্ষণে দোষী সাব্যস্ত ব্যক্তির হাজতবাসের মেয়াদ ১০ বছর থেকে বাড়ানো হয়েছে।

বর্তমান কেন্দ্রীয় আইন অনুযায়ী, ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেয়া হয়। ধর্ষণ সংক্রান্ত তদন্তের যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে বিষয়ে পদক্ষেপ নেয়ার কথাও বলা হয়েছে এই বিলে। দেশের প্রেসিডেন্টের অনুমোদন পেলে এই বিল আইনে পরিণত হবে।

উল্লেখ্য, গত মাসে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হাসপাতালে ৩১ বছর বয়সী এক শিক্ষার্থী-চিকিৎসকের ওপর নৃশংস হামলাকে ঘিরে তীব্র বিক্ষোভের আবহে এই বিল পাশ হয়েছে। নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর তিন সপ্তাহ পেরিয়ে গেছে। বিক্ষুব্ধ চিকিৎসকরা ডাক্তারদের নিরাপত্তা ও নির্যাতিতার সুবিচারের দাবিতে এখনো বিক্ষোভ প্রদর্শন করছেন। ওই হাসপাতালে কর্মরত একজন পুলিশ (সিভিক) ভলিন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে এবং এই অপরাধের দায় তার ঘাড়ে চাপানো হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার বলেছে, নারী ও শিশুদের সুরক্ষাকে জোরদার ও তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করাই এই বিলের লক্ষ্য।

তবে, আইনজীবী ও নারী অধিকার-কর্মীদের বক্তব্য অনুযায়ী যে দেশের বিচার ব্যবস্থা এত মন্থর সেখানে কঠোর শাস্তি দিয়ে অপরাধীদের কিছুই প্রায় করা যাবে না।

আইনজীবী ও সমাজকর্মী আভা সিং উল্লেখ করেন, ‘আইন নিয়ে তেমন ভয় নেই। এর কারণ হলো, বিচার খুব কম ক্ষেত্রে রায়ে গড়ায়। ধর্ষণে সাজা ঘোষণার হার মাত্র ২৮ শতাংশের মতো।’

নারী অধিকার-কর্মীরা বলেন, নয়াদিল্লিতে এক চলমান বাসের মধ্যে ২৩ বছর বয়সী এক নারীকে গণধর্ষণ করে হত্যার পর ২০১৩ সালে কেন্দ্র সরকার ফৌজদারি আইনি ব্যাপক পরিবর্তন এনেছিল।

তবে, পরিসংখ্যানে দেখা যাচ্ছে, নারীদের ওপর যৌন সহিংসতার ঘটনায় ওই বদলের প্রভাব নেই বললেই চলে। ২০১২ সালে প্রায় ২৫ হাজার ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। ১০ বছর পর, অর্থাৎ ২০২২ সালে এই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩১ হাজারের ওপরে। এমনটাই জানাচ্ছে জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)।

শিক্ষার্থী-চিকিৎককে ধর্ষণ ও হত্যার পরে ভারতের সুপ্রিম কোর্ট চিকিৎসকদের নিয়ে একটা জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে যারা কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়ে সুপারিশ করবেন।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
সিলেট মহানগর বিএনপি সভাপতি ও সম্পাদককে শোকজ চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য রাত, মহানাটকীয় ম্যাচে বার্সার জয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম কেন সরব? হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ

সকল