২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ছত্তিশগঢ়ে নিরাপত্তারক্ষীদের অভিযানে ৯ মাওবাদী নিহত

ছত্তিশগঢ়ে নিরাপত্তারক্ষীদের অভিযানে ৯ মাওবাদী নিহত - ছবি : সংগৃহীত

ভারতের ছত্তিশগঢ়ে নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষে ৯ মাওবাদী নিহত হয়েছে। জঙ্গলে আত্মগোপন করেছিলেন তারা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায়।

দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানার জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর আগেই গোপন সূত্রে পেয়েছিল পুলিশ। এর পরেই তাদের ধরতে শুরু হয় চিরুনি তল্লাশি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিরাপত্তারক্ষী অভিযান শুরু করে। দু’পক্ষে শুরু হয় গুলির লড়াই। গুলির লড়াইয়ে শেষমেশ হার মানেন মাওবাদীরা। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের সকলেই মাওবাদী সংগঠন পিপল্‌স লিবারেশন গেরিলা আর্মির (পিএলজিএ) সদস্য। তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের ডেরা থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্রও।

গুলির লড়াইয়ের পরেও অক্ষত আছেন নিরাপত্তারক্ষীরা। তবে, ওই এলাকায় আরো মাওবাদী আত্মগোপন করে রয়েছেন কি না, তা জানতে এখনো তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন তারা।

উল্লেখ্য, গত সপ্তাহেও ছত্তিশগঢ়ের বিজাপুর জেলায় মাওবাদীদের হানায় প্রাণ হারান তিন জন গ্রামবাসী। পুলিশের গুপ্তচর সন্দেহে হত্যা করা হয় তাদের। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে মাওবাদীদের হাতে নিহত হয়েছিলেন ৬ হাজার ৬১৭ জন নিরাপত্তা কর্মী এবং সাধারণ নাগরিক। তবে সেই সংখ্যা এখন ৭০ শতাংশ কমেছে। মাওবাদ দমনের লক্ষ্যে গত মাসেই একটি আন্তঃরাজ্য সমন্বয় বৈঠকে ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শাহের দাবি, আগামী দু’বছরেরও কম সময়ে দেশ থেকে সম্পূর্ণ নির্মূল হবে মাওবাদ। তিনি জানান, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার পাশাপাশি আত্মসমর্পণ নীতিতেও আনা হবে বদল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement