২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতের কাছে 'সোনোবয়' বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ভারতের কাছে 'সোনোবয়' বিক্রি করবে যুক্তরাষ্ট্র - ছবি : সংগৃহীত

ভারতকে 'সোনোবয়' বিক্রি করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দাম পড়বে ৪৪২.৫৩ কোটি ভারতীয় রুপি। এনিয়ে প্রয়োজনীয় সবুজ সংকেত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গভীর সমুদ্রে ঘাপটি মেরে বসে থাকা সাবমেরিনকে খুঁজে বের করবে এই সোনোবয়।

বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার মধ্যেই এই খবর এলো। রাজনাথের সাথে মার্কিন মন্ত্রী লয়েড অস্টিনেপের মধ্যে দুদেশের সম্পর্কের উন্নতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল সামরিক সহযোগিতা, আঞ্চলিক সহযোগিতা, শিল্প সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা।

মনে করা হচ্ছে, সোনোবয় ভারতের হাতে এলে চীনের বিরুদ্ধে ভারতের শক্তি অনেকটাই বাড়বে। ওই যুদ্ধাস্ত্রটি ফিট করে দেয়া হবে এমএইচ ৬০ আর কপ্টারে। নলাকার দেখতে ওই অস্ত্রটি গভীর সমুদ্রে ডুবে থাকা সাবমেরিন সহজেই খুঁজে বের করতে পারবে।

উল্লেখ্য, গত মার্চ মাসেই ভারতের হাতে এসেছে এমএইচ ৬০ আর কপ্টার। ভারতের হাতে রয়েছে এরকম ছয়টি কপ্টার। এর পাশাপাশি মার্কিন সংস্থা লকহিড মার্টিনকে ২০২০ সালে ২৪টি মার্টিন-সিকোরেস্কি এমএইচ ৬০ আর কপ্টারের ক্রয়াদেশ দিয়েছে। ওইসব কপ্টার কিনতে ভারতের খরচ হবে ১৭,৫০০ কোটি রুপি। ওইসব কপ্টার হাতে এলে আরো শক্তিশালী হবে ভারতীয় নৌবাহিনী। ওইসব কপ্টার পাওয়া যাবে ২০২৫ সালে।
সূত্র : জি নিউজ


আরো সংবাদ



premium cement