‘বাংলাদেশকে তিস্তার পানি দিতে আপত্তি নেই, তবে...’
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ জুলাই ২০২৪, ১৭:৫২
কোটা সংস্কার আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে টানাপোড়েনের মধ্যে এবার তিস্তা নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘বাংলাদেশকে পানি দেয়া নিয়ে আপত্তি নেই। তবে এই পানি যেহেতু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যায়, তাই বাংলার সাথে আলোচনা করা উচিত ছিল।’
দিল্লি থেকে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন বাংলার মুখ্যমন্ত্রী।
মমতা ব্যানার্জি বলেন, আমাদের কাউকে জিজ্ঞাসা না করেই তিস্তার পানি দিয়ে দেয়া হলো। এর ফলে গরমকালে খাবার পানি পর্যন্ত পাবে না উত্তরবঙ্গের মানুষ।
তিনি আরো বলেন, ‘ফারাক্কা চুক্তি পুনর্নবীকরণ করা হলো, আমাদের কিছুই জানানো হলো না। ১৯৯৬ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার শাসনকালে যখন প্রথম ফারাক্কা চুক্তি হয়, তখন পশ্চিমবঙ্গ সরকারকে ৭০০ কোটি রুপির একটা প্যাকেজ দেয়ার কথা ছিল। এই চুক্তির বদলে যাতে মুর্শিদাবাদ, মালদায় গঙ্গার ভাঙন রোধ করা যায়, সে ব্যাপারে কাজ করার কথা ছিল। কিন্তু কেন্দ্র সেই অর্থও দেয়নি। আর তা না দেয়ার কারণে প্রতি বছর বন্যা ভয়াল আকার ধারণ করে। আবার ফারাক্কা শুকিয়ে গেলে ড্রেজিং পর্যন্ত করা হয় না। দামোদর ভ্যালি করপোরেশন (ডিভিসি) শুকিয়ে যাচ্ছে, ফলে বন্যার রূপ নিচ্ছে। এসব বিষয় কেন্দ্রীয় সরকারেরই দেখা উচিত।’