দিল্লির কোচিং সেন্টারের বেসমেন্ট পানি, ৩ শিক্ষার্থীর মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ জুলাই ২০২৪, ০৯:০৬
প্রবল বৃষ্টিতে ডুবে যাওয়া পশ্চিম দিল্লির রাজেন্দ্রনগরের এক কোচিং সেন্টারের বেসমেন্টে মৃত্যু হয়েছে তিন শিক্ষার্থীর। সিভিল সার্ভিসের পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। মৃতদের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ।
দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ রাজেন্দ্রনগরের ‘রাও’স আইএএস স্টাডি সার্কল কোচিং সেন্টার’-এর বেসমেন্টে পানি জমার খবর পান তারা। যিনি ফোন করেছিলেন তিনি জানান, বেসমেন্টে কয়েকজন আটকে পড়েছেন। তার পরেই পাঁচটি দমকল গাড়ি ঘটনাস্থলে পাঠায় কর্তৃপক্ষ। শুরু হয় উদ্ধারকাজ। পরে উদ্ধারকাজে যোগ দেয় জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীও (এনডিআরএফ)। মধ্যরাতের পরেও চলছে উদ্ধারকাজ।
পুলিশ জানিয়েছে, কোচিং সেন্টারটির বেসমেন্টে একটি গ্রন্থাগার ছিল। সেখানে অনেক ছাত্রছাত্রী হাজির ছিলেন। প্রবল বৃষ্টির সময়ে হঠাৎই বেসমেন্টে পানি ঢুকতে শুরু করে। আসবাবপত্র ভাসতে শুরু করায় ব্যাহত হয় উদ্ধারকাজ। দড়ির সাহায্যে বেশ কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
দিল্লির আপ সরকারের রাজস্ব ও পানি বোর্ড মন্ত্রী অতীশী জানান, ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় আপ বিধায়ক দুর্গেশ পাঠক।
কিন্তু ঘটনাটি নিয়ে সরাসরি আপ সরকারের দিকে আঙুল তুলেছেন বিজেপি নেতৃত্ব। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব ও নয়াদিল্লির সাংসদ বাঁশুরী স্বরাজের দাবি, দিল্লি সরকারের ভয়ঙ্কর অবহেলার ফলেই এমন ঘটনা ঘটেছে। অতিশী ও স্থানীয় বিধায়ক দুর্গেশ পাঠককে এর দায় নিতে হবে।
সম্প্রতি দিল্লির পটেলনগর এলাকায় বৃষ্টির পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বছর ছাব্বিশের এক ইউপিএসসি পরীক্ষার্থী।
বাঁশুরী স্বরাজের দাবি, রাজেন্দ্রনগরে পড়ুয়াদের উদ্ধার করতে ডুবুরি ডাকতে হয়েছে। তার বক্তব্য, ‘গত এক সপ্তাহ ধরে ড্রেন সাফ করার জন্য বিধায়ক দুর্গেশ পাঠককে অনুরোধ করছিলেন এই কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। কিন্তু তিনি পাত্তা দেননি। অরবিন্দ কেজরিওয়াল, দুর্গেশ পাঠক ও আপ সরকার এই ঘটনার জন্য দায়ী।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা