বিক্ষোভ ঠেকাতে পাঞ্জাব-ইসলামাবাদে ১৪৪ ধারা জারি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জুলাই ২০২৪, ১৮:১৫
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিরোধী দলীয় বিক্ষোভ ঠেকাতে সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় প্রশাসন সতর্ক করে বলেছে, কোনো নিয়ম লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে জামায়াতে ইসলামী পাকিস্তান। সুপ্রিম কোর্টের একটি বিতর্কিত রায়ের বিরুদ্ধে শুক্রবার (২৬ জুলাই) দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে জমিয়ত উলেমা-ই- ইসলাম-ফজল (জেইউআই-এফ) ও আরো কয়েকটি ইসলামী দল।
পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতারাও তাদের কারাবন্দী নেতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করবে বলে জানিয়েছেন। ফলে পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠছে। মোকাবিলায় রাজধানী ইসলামাবাদ ও পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সূত্র : ডন