লাদাখে নিখোঁজের ৬ মাস পর ৩ সৈন্যের লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
শেষ পর্যন্ত ধারাবাহিক অনুসন্ধান চালিয়ে ভারতীয় সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল লাদাখে বরফের নিচে থেকে তিন সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
লাশগুলো উদ্ধার করে বেস ক্যাম্পে নিয়ে আসা হয়। এর আগে প্রায় নয় মাস আগে গত অক্টোবরে ভয়াবহ তুষারধসে নিখোঁজ হয়েছিলেন তারা।
তাদের নাম হাবিলদার রোহিত কুমার, হাবিলদার ঠাকুর বাহাদুর অলে এবং নায়েক গৌতম রাজবসানি।
সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এভারেস্টজয়ী পর্বতারোহী ব্রিগেডিয়ার এস এস শেখাওয়াতের নেতৃত্বে ‘হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল’-এর সেনা সদস্য ও অফিসারদের একটি দল প্রায় ১৮ হাজার ৭০০ ফুট উচ্চতায় গত নয় দিন ধরে টানা খোঁজ চালিয়ে মৃত তিন সৈন্যের সন্ধান পায়। লাশগুলো উদ্ধার করে বেস ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
সেনা সদস্যের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৮ অক্টোবর লাদাখের মাউন্ট কুনের কাছে ৩৮ জন সৈন্যের একটি দল রোজকার অনুশীলনে ব্যস্ত ছিল। হঠাৎই সেখানে তুষারধস নামে। বরফের চাঁই গড়িয়ে নামতে শুরু করে তাদের দিকে। বাকিরা সরে গেলেও চারজন সৈন্য ধস এড়াতে পারেননি। তারা বরফের মাঝে আটকে পড়েন। পরে সৈন্যের পক্ষ থেকে উদ্ধার কাজ শুরু হয়। এক সৈন্যের লাশ উদ্ধার করেন সেনাবাহিনীর কর্মীরা। কিন্তু বাকি তিনজনের এত দিন সন্ধান মেলেনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা