১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতে ৪ কেন্দ্রের উপ-নির্বাচনে বিক্ষিপ্ত সহিংসতা

ভারতে ৪ কেন্দ্রের উপ-নির্বাচনে ভোটের লাইন - ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে চার কেন্দ্রের উপ-নির্বাচনে বিক্ষিপ্ত সহিংসতা হয়েছে। রানাঘাটে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কলকাতায় জাল ভোটের অভিযোগ জানিয়েছে বিজেপি।

লোকসভা নির্বাচনের পরেই আরো এক দফা ভোট চার জেলার চার কেন্দ্রে। বুধবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর চব্বিশ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ ও কলকাতার মানিকতলায় ভোট হয়েছে। চারটি কেন্দ্রের জন্য ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকলেও সহিংসতা এড়ানো যায়নি।

গুলি চালনার অভিযোগ
চারটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা রানাঘাট দক্ষিণ কেন্দ্রে। ভোটগ্রহণের আগের রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ উঠেছে, রাতে বিজেপির পোলিং অ্যাজেন্টের বাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।

১৫৭ নম্বর বুথের পোলিং অ্যাজেন্ট রঞ্জিত মণ্ডলের বাড়িতে দুই রাউন্ড গুলি চলানো হয় বলে অভিযোগ উঠেছে। মণ্ডল সদস্যরা দুটি কার্তুজের খোল দেখিয়েছেন। বাড়ির জানালার কাচ ভেঙে দেয়া হয়েছে।

এই বিধানসভা মধ্যে পায়রাডাঙ্গা পঞ্চায়েতের প্রীতি নগর এলাকায় বিজেপির দুই পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। পঞ্চায়েত সদস্য গোলক মণ্ডল ও অমল বিশ্বাসের দাবি, ৩০ জনের দুর্বৃত্তের দল হামলা চালায়।

রানাঘাটের নোকারি এলাকায় তৃণমূল সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। স্থানীয় নারীদের দাবি, তাদের ভোট দিতে বাধা দিয়েছে তারা।

প্রার্থীর গাড়িতে হামলা
বাগদার বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরছিলেন। একটি বুথে গিয়ে তিনি তৃণমূল সমর্থকদের রোষের মুখে পড়েন।

জাল ভোটের অভিযোগ পেয়ে বিজেপি প্রার্থী ১৮৮ নম্বর বুথে পরিদর্শনে যান। অভিযোগ করেন, সেখানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বুথ দখল করেছিল তৃণমূল। বিনয় এক ভোটারকে ভুয়া বলে চ্যালেঞ্জ করতে সহিংসতা ভয়াবহ আকার নেয়।

প্রার্থীকে ধাওয়া করে তৃণমূল কর্মী, সমর্থকরা। কোনোরকমে গাড়িতে উঠে এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী। ওই সময়ে তার গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা, ইটবৃষ্টি হয়। প্রার্থীর সাথে থাকা সংবাদমাধ্যমের গাড়ি লক্ষ্য করেও ইট ছোড়া হয়।

কলকাতায় জাল ভোট
মানিকতলা কেন্দ্রের বিধায়ক সাধন পান্ডের মৃত্যু হওয়ার পর বহুদিন ওই এলাকার কোনো প্রতিনিধি বিধানসভায় ছিলেন না। মামলার জেরে দীর্ঘদিন আটকে থাকার পর এখানে উপনির্বাচন।

বিজেপির অভিযোগ, সকাল থেকেই বিভিন্ন এলাকায় বুথ দখল করে জাল ভোট দিচ্ছে তৃণমূল। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বলেন, ‘অনেক জায়গায় আমাদের অ্যাজেন্ট বসতে দেয়া হয়নি। সকালে এক দফা রিগিং করা হয়েছে। আবার বিকেলে আর এক দফার পরিকল্পনা করেছে।’

এর প্রতিবাদে বিজেপির প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ করে। লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তাপস রায়, অর্জুন সিং-সহ অন্য নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ জানান।

অর্জুন বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর কোনো ভূমিকা নেই। ১০টা মানুষের মৃত্যু হলে কি বলা হবে নির্বাচনের গণ্ডগোল হলো! বিভিন্ন এলাকায় যে সন্ত্রাস চলছে, তাতে কি বলা যাবে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলো?’

তৃণমূলের মুখপাত্র বৈশ্বানর চ্যাটার্জি বলেন, ‘হার নিশ্চিত বুঝে বিজেপি চিৎকার করছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ দেখে ওরা ভয় পাচ্ছে। লোকসভা ভোটের মতোই হাল হবে বিজেপির।’

লোকসভা নির্বাচনের ট্রেন্ড অনুযায়ী এবারো একাধিক জায়গায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান দিয়েছে তৃণমূল। মানিকতলা ও রায়গঞ্জ কেন্দ্রের বিজেপির প্রার্থীরা স্লোগানের মুখে পড়েন।

রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানস ঘোষ বলেন, ‘তৃণমূল আমাদের অ্যাজেন্টকে বুথ থেকে বের করে দিয়েছে। আমি এসে অ্যাজেন্ট বসিয়ে গেলাম। সেই কারণে ওসব স্লোগান দিচ্ছে। তাতে কিছু এসে যায় না।’

দল-বদলুদের ভোট
যে চারটি কেন্দ্রে নির্বাচন, তার তিনটিতে বিজেপি জিতেছিল গত বিধানসভা নির্বাচনে। গত মাসের লোকসভা ভোটে এই তিনটি কেন্দ্রে বিজেপি লিড ধরে রেখেছে। সেই রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা কেন্দ্রে দল-বদলু নেতাদের নাম আলোচনায় রয়েছে।

রায়গঞ্জে গতবার বিজেপির টিকিটে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী। তিনি দল-বদল করে এই লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়েন। সেখানে হেরে যাওয়ার পর এখন তিনি উপ-নির্বাচনে লড়ছেন ঘাসফুলের প্রতীকে।

রানাঘাট দক্ষিণে একই ছবি। গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে এখানে জেতেন মুকুটমণি অধিকারী। সদ্যসমাপ্ত লোকসভা ভোটে তিনি রানাঘাট লোকসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে লড়েছিলেন। এই ভোটে হেরে যাওয়ার পর তিনি ছেড়ে আসা বিধানসভায় এবার তৃণমূলের প্রার্থী।

বাগদা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। গত মাসের লোকসভা ভোটে তিনি হেরে যান তৃণমূলের প্রতীকে লড়ে। যদিও বিশ্বজিৎ এই উপ-নির্বাচনে লড়ছেন না।

সাংবাদিক সুমন ভট্টাচার্য বলেন, ‘এটা খুব দুর্ভাগ্যজনক যে ভারতের রাজনীতিতে সবাই শাসকের সাথে থাকতে চায়। ফলে রাজনীতিতে সুবিধাবাদ নিয়ে যে আলোচনা হতো বা আদর্শ যতটা গুরুত্ব পেত, সেটা এখন আর দেখা যায় না। এখন এই সুবিধাবাদী রাজনীতিকে সবাই একরকম মেনে নিয়েছে। আগে আয়ারাম গয়ারাম শব্দটা ব্যঙ্গ করে বলা হতো। কিন্তু এখন আর সেটা গুরুত্বপূর্ণ শব্দ নয়।’

১৩ জুলাই চারটি কেন্দ্রে ভোটগণনা হবে। কী হতে পারে ফলাফল? সুমন বলেন, ‘বিজেপির সাংগঠনিক ক্ষমতা কম বলে তাদের কাছে আসন ধরে রাখা বড় চ্যালেঞ্জের। তাই বিজেপির অনুকূলে যেটা ৩-১ রয়েছে, সেটা তৃণমূলের দিকে চলে গেলে অবাক হওয়ার কিছু নেই।’
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন

সকল