মোদির মন্ত্রিসভায় নতুন ৯ মুখসহ শপথ নিলেন যারা
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জুন ২০২৪, ০০:১৬, আপডেট: ১০ জুন ২০২৪, ০০:১৯
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। সেইসাথে নতুন ৯ মুখসহ ৭২ জন মন্ত্রীও শপথ নিয়েছেন।
নতুন মন্ত্রিসভায় ৩০ জন মন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী রয়েছেন। দফতরবিহীন প্রতিমন্ত্রী হয়েছেন পাঁচজন। কে কোন মন্ত্রণালয় পেয়েছেন তা পরে ঘোষণা করা হবে।
রোববার সন্ধ্যায় রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাদের শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতি ভবনের বারান্দায় আয়োজিত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথমে মোদি, পরে রাজনাথ সিং ও অমিত শাহকে শপথবাক্য পাঠ করান। চতুর্থ নেতা হিসেবে শপথ নেন নিতিন গড়করি। এরপর একে একে শপথ নিয়েছেন জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমন, এস. জয়শঙ্কর ও মনোহর লাল খাত্তার।
মোদির নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে রয়েছেন নীতীন গড়কারি, রাজনাথ সিং, অমিত শাহ, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খাত্তার, এইচ ডি কুমারাস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঞ্জি, সর্বানন্দ সোনোয়াল, রাজীব রঞ্জন সিং, বীরেন্দ্র কুমার, কে রাম মোহন নাইডু, প্রহ্লাদ যোশি, জুয়াল ওরাম, জি কিষান রেড্ডি, কিরেন রিজিজু, চিরাগ পাসওয়ান, হরদীপ সিং পুরি, মনসুখ মান্ডাভিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গিরিরাজ সিং, অশ্বিনী বিষ্ণু ও রাও ইন্দ্রজিৎ সিং।
জোট শরিকদের মধ্যে প্রথমে শপথ জনতা দলের (সেক্যুলার) এইচডি কুমারস্বামী। পরে জনতা দল (ইউনাইটেড) নেতা লালন সিং।
উত্তরপূর্ব ভারতের প্রথম নেতা হিসেবে এবার শপথ নিয়েছেন সর্বানন্দ সানোয়াল। পরে শপথ নেন কিরেন রিজিজু। মোদির মন্ত্রিসভায় আট বারের এমপি ও বিজেপির তফশিলি জাতিগোষ্ঠীর নেতা বিরেন্দ্র কুমার স্থান পেয়েছেন। মধ্যপ্রদেশের একটি সংরক্ষিত আসনে জয় পেয়েছেন তিনি।
শপথ পাঠের সময় নেতাদের সমর্থকরা হাততালি ও উল্লাস প্রকাশ করেন।
জ্যোতিরাদিত্য শিন্ডে মোদির তৃতীয় সভায় স্থান পেয়ে বিজেপিতে নিজের গুরুত্ব নিশ্চিত করেছেন। চার বছর আগে তিনি কংগ্রেস ছেড়ে দলটিতে যোগ দিয়েছিলেন।
ভারতকে দুবার তেল সংকট থেকে উত্তরণে ভূমিকা রাখা সাবেক কূটনীতিক হরদীপ সিং পুরি রয়েছেন নতুন মন্ত্রিসভায়।
লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) প্রধান চিরাগ পাওয়ানও আজ শপথ নিয়েছেন।
মোদি ও ভারতীয় মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় দেশগুলোর নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা