১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভাইকে নিয়ে আবেগঘন পোস্ট বোন প্রিয়াঙ্কার

ভাইকে নিয়ে আবেগঘন পোস্ট বোন প্রিয়াঙ্কার - সংগৃহীত

ভারতে এবারের লোকসভা ভোটে যেন নতুন রাহুল গান্ধীর উত্থান। তাই বোন প্রিয়াঙ্কা গান্ধীর আবেগঘন পোস্ট। ভাইকে সমর্থনের পাশাপাশি দেশবাসীকে পাশে থাকার জন্য ধন্যবাদও দিলেন প্রিয়াঙ্কা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রিয়াঙ্কা লেখেন, ‘যে কেউ যা কিছু বলুক না কেন নিজের জায়গায় স্থির ছিলে। সকলে সন্দেহ প্রকাশ করলেও নিজের প্রতি আস্থা হারাওনি। মিথ্যার বিরুদ্ধে সোজা হয়ে লড়াই করেছ। রাগ এবং ঘৃণাকে কখনো। নিজের মধ্যে স্থান দাওনি। ভালোবাসা, সত্যি এবং দয়া দিয়ে সকলের মন জয় করে নিয়েছ। তোমার বোন হিসেবে আমি গর্বিত।’

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর যুগ্ম লড়াইয়ের ফলেই কংগ্রেস ৯৯টি আসনে জয়লাভ করেছে। ২০১৯ লোকসভা ভোটে যেখানে ৫২টি আসন পেয়েছিল কংগ্রেস। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে দল। চাঙ্গা হয়েছে কর্মীদের মনোভাবে। এক্সিজ পোলের সমীক্ষা ভুল প্রমাণ করে ইন্ডিয়া জোট ২৩২টি আসনে জয়লাভ করেছে। বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার পথে বড় বাধা হয়ে দাঁড়াল ইন্ডিয়া জোট।
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement