২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ভারতে লোকসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে কে এগিয়ে, কে পিছিয়ে?

মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি - সংগৃহীত

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত তৃণমূল কংগ্রেস ২৮টি আসনে, বিজেপি এগিয়ে আছে ১০টি আসনে, দু'টিতে এগিয়ে কংগ্রেস, একটিতে এগিয়ে আছে সিপিআইএম।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর চেয়ে এক লাখ ১৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন।

কোচবিহারে বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি প্রার্থী নিশিথ প্রামানিক পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার থেকে।

বহুল চর্চিত সন্দেশখালি যে লোকসভা আসনের অন্তর্গত, সেই বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র'র চেয়ে প্রায় ২৭ হাজার ভোটে এগিয়ে আছেন ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ নুরুল ইসলাম।

হুগলি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিদায়ী সংসদ সদস্য লকেট চ্যাটার্জির চেয়ে প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে, রচনা আর লকেট দু'জনেই অভিনেত্রী।

তমলুক কেন্দ্রে বিচারপতির পদে ইস্তফা দিয়ে যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন, সেই অভিজিৎ গাঙ্গুলি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের থেকে এক হাজারেরও বেশি ভোটে পিছিয়ে আছেন।

কংগ্রেস যে দু'টি আসনে এগিয়ে আছেন, তার মধ্যে বিগত লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বহরমপুর আসনে, মালদা দক্ষিণ কেন্দ্রে ইশা খান চৌধুরী এগিয়ে আছেন।

কংগ্রেসের জোটসঙ্গী সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মুহম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্রে এগিয়ে আছেন প্রায় দুই হাজার ছয় শ’ ভোটে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement