মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ১৪
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ মে ২০২৪, ১০:৩৫
ভারতে ঘাটকোপরে গতকাল সোমবার ঝড়ের জেরে ভেঙে পড়ে যায় এক বিশাল আকারের বিলবোর্ড। এ ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। এছাড়াও আরো ৭৪ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল ভারতের পশ্চিম উপকূলে প্রবল গতিতে ঝড় হয়েছিল। সাথে বৃষ্টিও হয়েছিল। মুম্বাই ও তৎসংলগ্ন এলাকা এর জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল। প্রায় ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইছিল। ওই ঝোড়ো হাওয়ার জেরেই ঘাটকোপরে বিলবোর্ড ভেঙে পড়ে।
এ নিয়ে মুম্বাই পৌরসভা জানিয়েছে, ভেঙে পড়া ওই বিলবোর্ডটি বেইআইনি ছিল। পৌরসভার থেকে কোনো অনুমোদন ছাড়াই সেটি সেখানে বসানো হয়েছিল।
ভেঙে পড়ে সেই বিলবোর্ডটির ওজন প্রায় ২৫০ টন। এটি প্রায় ১০০ ফুট উঁচু ছিল। তবে নিয়ম অনুযায়ী, ৪০*৪০ আকারের থেকে বড় হোর্ডিংয়ের অনুমতি দেয় না পৌরসভা।
আরো জানা গেছে, একটি পেট্রোল পাম্পে ওই বিলবোর্ডটি লাগানো ছিল। ওই সময় ঝড়ের জেরে সেটি ভেঙে পড়ে, তখন পেট্রোল পাম্পে প্রায় ১৫০টি গাড়ি ছিল। আচমকা বৃষ্টি থেকে বাঁচতে অনেক বাইক ও গাড়ির চালক সেখানে দাঁড়িয়ে ছিল আশ্রয়ের জন্য। এ সময় তাদের ওপরে ওই বিলবোর্ডটি ভেঙে পড়ে। এর জেরে অনেকেই চাপা পড়ে ওই বিলবোর্ডের নিচে। তাদের মধ্যেই এখনো পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে স্থানীয় প্রশাসন থেকে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, ‘দুর্ঘটনা কবলিতদের উদ্ধার কাজকে আগে প্রাধান্য দেয়া হবে। যারা এ ঘটনায় আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। যারা এ ঘটনায় মারা গেছে, তাদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা