১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খালিস্তানিদের পাশে থাকার বার্তা ট্রুডোর, উদ্বেগ ভারতের

খালিস্তানিদের পাশে থাকার বার্তা ট্রুডোর, উদ্বেগ ভারতের - সংগৃহীত

কানাডার টরন্টোতে শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে জাস্টিন ট্রুডোর বক্তৃতার সময়ে উঠেছিল খালিস্তানপন্থী স্লোগান। ওই সময় আবার ‘পাশে থাকার’ বার্তা দিয়েছিলেন ট্রুডো। এই পরিস্থিতিতে ভারতের দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে তলব করা হলো কানাডার ডেপুটি হাই কমিশনারকে।

সোমবার ভারতে নিযুক্ত কানাডার ডেপুটি হাই কমিশনারকে তলব করা হয়।

ট্রুডোর বক্তৃতার সময় খালিস্তানপন্থী স্লোগান নিয়ে উদ্বেগ প্রকাশ করতেই কানাডার কূটনীতিককে ডেকে পাঠানো হয়েছিল। ভারত জানিয়ে দেয়, এ ধরনের ঘটনায় ভারত-কানাডা সম্পর্কে চিড় ধরছে।

পরে বিবৃতি দিয়ে ভারত বলে, ‘বারবার উদ্বেগ প্রকাশ সত্ত্বে এ ধরনের বিরক্তির ঘটনা থামানোর চেষ্টা করা হচ্ছে না। এর থেকেই স্পষ্ট যে কানাডার রাজনৈতিক পরিসরে বিচ্ছিনতাবাদীদের কতটা জায়গা দেয়া হয়েছে। এই ধরনের ঘটনায় ভারত-কানাডা সম্পর্কে ছেদ পড়ছে। এতে হিংসাকে প্রশ্রয় দেয়া হচ্ছে।’

রোববার টরন্টোতে শিখ সম্প্রদায়ের এক অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাদের পাশে থাকার বার্তা দেন। ট্রুডো ইঙ্গিতবহ ‘প্রতিশ্রুতি’ দিয়ে বলেন, দেশটিতে শিখ সম্প্রদায়ের অধিকার এবং স্বাধীনতা সবসময় রক্ষা করবে তার সরকার।

‘খলসা দিবস’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘কানাডায় প্রায় আট লাখ শিখ বংশোদ্ভূত বসবাস করেন। তাদের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সবসময় আপনাদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় পাশে থাকব। এবং ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে আমরা সবসময় আপনাদের সম্প্রদায়কে রক্ষা করব। কানাডার অন্যতম বড় শক্তি হলো এদেশের বৈচিত্র্য।’

এরপর কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায়ের উদ্দেশে ট্রুডো বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, শিখ মূল্যবোধ হলো কানাডার মূল্যবোধ। স্বাধীনভাবে এবং ভয় ভীতিহীনভাবে আপনাদের ধর্ম পালনের অধিকার রয়েছে। এটা কানাডার অধিকার ও স্বাধীনতা চার্টারে নথিভুক্ত মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি। এবং এর জন্যেই আমরা সবসময় আপনাদের পাশে দাঁড়াব এবং রক্ষা করব।’
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশকে বিকৃতভাবে উপস্থাপন! স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল

সকল