অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটাতে ‘কোরআনের শপথ’ নিলেন পিটিআই নেতারা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ এপ্রিল ২০২৪, ২২:১১
দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটাতে ‘কোরআনের শপথ’ নিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতারা। শনিবার (৭ এপ্রিল) পাকিস্তানি গণমাধ্যম দি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআইয়ের মূল ও রাজনৈতিক শীর্ষ কমিটিগুলোর গৃহীত সিদ্ধান্তবলীর গোপনীয়তা বজায় রাখার জন্য, একইসাথে অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটাতে ‘কোরআনের শপথ’ নিয়েছেন পিটিআই নেতারা।
পিটিআই প্রধানের বার্তা এবং দলের নেতাদের মধ্যে মতপার্থক্য সম্পর্কে মতামত না দেয়ার জন্য সাবেক ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্ব দলের সদস্যদের নির্দেশ জারি করেছিলেন।
পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বিশেষভাবে ওমর আইয়ুব খান এবং শিবলী ফারাজের কাছে কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতার বার্তাগুলো পৌঁছে দিলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেড়ে যায়। দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা নিরসনে পবিত্র কোরআনে শপথ নেন তারা।
ভিডিও লিঙ্কের মাধ্যমে পিটিআই হাডলকে সম্বোধন করে গোহর সন্দেহ প্রকাশ করেছিলেন যে পবিত্র কুরআনের শপথ দলের নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ফাঁস বন্ধ করবে না।
সূত্র : দি নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা