পাকিস্তানে ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে কারাবন্দীদের সাজা ৩ মাস কমানোর সিদ্ধান্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৬
আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে কারাবন্দীদের সাজা তিন মাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।
এরই মধ্যে বন্দীদের শাস্তির ক্ষেত্রে তিন মাসের বিশেষ ছাড়ের অনুমোদনও দিয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
পাকিস্তানের সংবিধানের ৪৫ অনুচ্ছেদের অধীনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শাস্তি কমানোর জন্য রাষ্ট্রপতির অনুমোদনও পেয়ে গেছে।
৬৫ বছর বয়সী বন্দী, যারা তাদের কারাবাসের দুই-তৃতীয়াংশ পূর্ণ করেছেন, তাদের সাজা তিন মাস কমানো হবে।
৬০ বছর বয়সী নারী বন্দী, যারা তাদের সাজার দুই-তৃতীয়াংশ পূর্ণ করেছেন, তাদের সাজাও তিন মাস কমানো হবে।
১৮ বছরের কম বয়সী বন্দীদের সাজাও তিন মাস কমানো হচ্ছে।
তবে সন্ত্রাসবাদ, রাষ্ট্রদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির সাথে জড়িত বন্দীদের ক্ষেত্রে সাজা কমানোর বিষয়টি প্রযোজ্য হবে না।
সাজা কমানোর এ সিদ্ধান্ত সারাদেশের কারাগারগুলোতে বন্দী থাকা নির্দিষ্ট কিছু বন্দীর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এ বিষয়ে পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব প্রদেশে লিখিত আদেশ পাঠাবে।
সূত্র : ডেইলি জংগ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা