২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৪ কৃষক হত্যা : ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেফতার

৪ কৃষক হত্যা : ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেফতার - ছবি : সংগৃহীত

উত্তর প্রদেশের লাখিমপুরে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগে অবশেষে গ্রেফতার করা হলো ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র মনুকে। প্রথম থেকেই বিরোধীদের পক্ষ থেকে আশিসকে গ্রেফতারের দাবি তোলা হচ্ছিল। সব মহল থেকে গ্রেফতারির দাবি উঠতে থাকে। শনিবার এই নিয়ে জেরা করতে শুরু করে পুলিশ। তার পরেই শনিবার রাত ১১টা নাগাদ গ্রেফতার করা হয় আশিসকে। আশিসের নামে একটি এফআইআর করা হয়েছে।

শনিবার এই ঘটনায় প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, আশিসের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। পরে শনিবার রাতে পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, তদন্তে অসহযোগিতা করছেন আশিস। সে কারণেই পুলিশ গ্রেফতার করেছে তাকে। সূত্রের খবর, রোববার তাকে আদালতে হাজির করানো হতে পারে।

লখিমপুর খেরিতে কৃষকদের জমায়েতে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছিল আশিসের বিরুদ্ধে। কিন্তু ঘটনার দিনই সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন আশিসের বাবা অজয় মিশ্র। তিনি বলেছিলেন, ঘটনার সময় লখিমপুর খেরিতে ছিলেন না আশিস। যদিও পরবর্তীকালে একাধিক ভিডিও প্রকাশ করে দাবি করা হয়, যে গাড়ি ঘটনাস্থলে দেখা যাচ্ছে, সেটি আশিসের। সংযুক্ত কৃষক মোর্চার তরফ থেকেও আশিসের গ্রেফতারির দাবি তোলা হয়। তার পরই শনিবার পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে উপস্থিত হন আশিস। সকাল থেকে রাত গড়িয়েও চলে জেরা। শেষে বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগে গ্রেফতার করা হয় আশিসকে।

অন্য দিকে কৃষক মোর্চার তরফ থেকে বলা হয়, লখিমপুর খেরিরা ঘটনা নিয়ে বিশেষ মিছিল করবেন প্রতিবাদী কৃষকরা। লখিমপুরেই মহাপঞ্চায়েত আয়োজন করার কথাও ঘোষণা করেন কৃষক নেতা রাকেশ টিকায়েত।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
‘নানা গুজবে’ সেন্টমার্টিনে বিধিনিষেধ বুটেক্স শিক্ষার্থীদের ওপর পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা না’গঞ্জের পপি হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা কমিটি গঠিত চট্টগ্রামে অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে শতাধিক মার্কেট যোগ্যতা থাকা সত্ত্বেও বৈষম্যের শিকার পল্লবী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মাহবুব কুবির সাথে ইবনে সিনা ট্রাস্টের চুক্তি, ২৫ শাখায় মিলবে সেবা এলাকাবাসীকে চাঁদাবাজি থেকে বিরত থাকতে কায়কোবাদের খোলা চিঠি ধলেশ্বরী নদীর মোল্লারহাট ফেরিঘাট অবৈধ দখলদারের নিয়ন্ত্রণে মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী আজ ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ১৫ শিক্ষার্থী

সকল