আত্মসমর্পণ করবেন না আহমদ মাসুদ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ আগস্ট ২০২১, ১৯:৩২
তালেবানবিরোধী তাজিক নেতা আহমদ মাসুদ বলেছেন যে তিনি আত্মসমর্পণ করবেন না। কিন্তু, আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি। প্যারিস ম্যাচ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
সোভিয়েত রাশিয়াবিরোধী প্রতিরোধের কিংবদন্তি তাজিক যোদ্ধা আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ বর্তমানে তার নিজের জন্মভূমি পাঞ্জশির উপত্যকায় লুকিয়ে আছেন। এ অঞ্চলে গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও অবস্থান করছেন। পাঞ্জশির উপত্যকা কাবুল শহরের উত্তরে অবস্থিত।
তালেবান কর্তৃপক্ষ কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর ফ্রেঞ্জ দার্শনিক বার্নার্ড-হেনরি লেভিকে দেয়া সাক্ষাৎকারে আহমদ মাসুদ বলেন, আমি আত্মসমর্পন করার চেয়ে মরে যাওয়াকে বেশি পছন্দ করব। আমি আহমদ শাহ মাসুদের ছেলে। আমার অভিধানে আত্মসমর্পন বলে কোনো শব্দ নেই।
যদিও এর আগে বিভিন্ন গণমাধ্যমের সংবাদে এমন খবর প্রকাশ হয়েছিল যে আহমদ শাহ মাসুদ আত্মসমর্পন করতে চান।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা