২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

১০ বছরের বাচ্চাকে চিতার আক্রমণ, খানিক দূরে মিলল লাশ

- ছবি : সংগৃহীত

খামার বাড়ি থেকে বালককে টেনে নিয়ে গেল চিতা। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বিড় জেলার কিনহি গ্রামে।

স্বরাজ ভাপকর নামের ছেলেটি তার কাকার সঙ্গে খামারে কাজ করছিল। তখনই চিতা আক্রমণ করে। ঘটনাটি ঘটেছে বিকেলের দিকে। চিতাটি ছেলেটিকে আক্রমণ করে তাকে টেনে নিয়ে যায়। তখনই সারা এলাকা সজাগ হয়ে ওঠে এবং ছেলেটিকে বাঁচাতে ছুটে যায়। কিন্তু তারা দেখে কিছুটা দূরত্বে তার লাশ পড়ে রয়েছে। গোটা গ্রামে শোকের ছায়া।

গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি জানান এবং বলেন কাছাকাছি আর একটি গ্রামেও দিনদুয়েক আগে হানা দিয়েছিল চিতা।

সূত্র : জিনিউজ


আরো সংবাদ



premium cement