দিল্লিতে পাকিস্তান দূতাবাসের স্টাফ অর্ধেক করার নির্দেশ ভারতের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জুন ২০২০, ২১:৩৯, আপডেট: ২৩ জুন ২০২০, ২১:৩২
ভারত ইসলামাবাদে তাদের হাই-কমিশনের স্টাফের সংখ্যা ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে, একইসাথে দিল্লিতে পাকিস্তানের হাই-কমিশনের স্টাফ সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) একটি বিবৃতি দিয়ে এ খবর জানিয়েছে।
ভারতের বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে বিবিসি হিন্দিসহ অন্যান্য মিডিয়ায় লেখা হয়েছে, মঙ্গলবার দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বলা হয়েছে সেখানকার কিছু কর্মকর্তা গুপ্তচরবৃত্তিতে লিপ্ত, এবং তাদের সাথে কিছু চরমপন্থি গোষ্ঠীর যোগাযোগ রয়েছে।
ভারতীয় কর্মকর্তারা অভিযোগ করেছেন, গত ৩১শে মে পাকিস্তান হাই কমিশনের দুজন কর্মকর্তাকে তারা গুপ্তচরবৃত্তিতে লিপ্ত থাকার সময় হাতে নাতে ধরেছেন, এবং সাথে সাথে তাদের ভারত ছাড়তে বলা হয়েছে।
এ ব্যাপারে পাকিস্তানের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা