২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সামরিক পথে নয়, চীনা পণ্য বয়কট করে প্রতিশোধ নিতে চায় দিল্লি

- সংগৃহীত

ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘর্ষের প্রভাব পড়তে চলেছে অন্য ক্ষেত্রে। রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থাকে বলা হয়েছে, চীনের সংস্থাকে অর্ডার না দিতে। রেলও চীনের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করছে।

লাদাখে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর দেশজুড়ে চীনা জিনিস বয়কটের আওয়াজ উঠেছে। এরই মধ্যে কেন্দ্রীয় টেলিকম বিভাগ রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিএসএনএল ও এমটিএনএলকে নির্দেশ দিয়েছে, তারা যেন কোনও চীনা সংস্থার সঙ্গে চুক্তি না করে। বিএসএনএল ৪জি নেটওয়ার্ক চালু করার জন্য টেন্ডার দিয়েছে। সেখানে চীনা সংস্থার প্রবেশ এর ফলে বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, সূত্র জানাচ্ছে, বেসরকারি টেলিকম সংস্থাকেও চীনা যন্ত্রাংশ ব্যবহার করতে মানা করতে পারে টেলিকম বিভাগ।

শুধু টেলিকমই নয়, রেলও চীনের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করছে। ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের একটা অংশের সিগন্যালিং ও কমিউনিকেশনের ভার দেওয়া হয়েছিলো একটি চীনা সংস্থাকে। ৪৭১ কোটি টাকার এই প্রকল্পের বরাত দেওয়া হয় ২০১৬ সালে। এ দিন রেল সেই চুক্তি বাতিলের কথা ঘোষণা করেছে।

এক-দুটি ক্ষেত্রে কয়েকটি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিলে চীনের খুব বেশি ক্ষতি হবে এমন নয়। তবে সরকারি সূত্র জানাচ্ছে, এটা হলো সূচনা।  একটা সংকেত দেওয়া। ভবিষ্যতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতেই পারে। বিশেষ করে সারা দেশে যখন আবার চীনা জিনিস বয়কটের দাবি ক্রমশ তীব্র হচ্ছে।

ইতিমধ্যে বানিজ্য মন্ত্রক ৩৭০টি জিনিসের একটি তালিকা তৈরি করেছে। তাদের প্রস্তাব, এই সব জিনিস চীন থেকে আমদানি করার কোনও দরকার নেই। এর মধ্যে আছে খেলনা, কাগজ, কেমিক্যাল, প্লাস্টিকের জিনিস এবং খেলার সরঞ্জাম। প্রধানমন্ত্রী এই প্রস্তাব অনুমোদন করলে তখন এটা কার্যকর হবে।  

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সব সিদ্ধান্ত নিয়ে চীনকে খুব বেশি বিপদে ফেলা যাবে না। এই অবস্থান নেওয়া হচ্ছে, দেশের লোককে একটা বার্তা দেওয়ার জন্য। বার্তাটা হলো, চীনের প্রতি ভারতও কঠোর মনোভাব দেখাচ্ছে এবং তাদের সংস্থার সঙ্গে সরকার কোনও চুক্তিতে যাবে না। চীনের থেকে জিনিস কম আনা হবে। চীনকেও বার্তা দেওয়া হচ্ছে যে, গোলমালচরমে উঠলে চীনের জিনিস নিয়ে আরও কড়া পদক্ষেপ নেবে ভারত।

তবে এটাও ঘটনা, ভারতে যে সব চীনা সংস্থার জিনিস খুবই ভালো চলে, সেরকম সেলফোন, ইলেকট্রনিক্স, ই-কমার্স সংস্থাগুলি চিন্তায় আছে। সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল