২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে স্বর্ণখনির সন্ধান, জানা গেল সোনার পরিমাণ

ভারতে স্বর্ণখনির সন্ধান, জানা গেল সোনার পরিমাণ
ভারতে স্বর্ণখনির সন্ধান, জানা গেল সোনার পরিমাণ - ছবি : সংগৃহীত

সোনার খনির সন্ধান পাওয়া গেল ভারতের ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায়। ভিতর দ্বারী গ্রামে ভূগর্ভে প্রায় ২৫০ কেজি স্বর্ণভাণ্ডারের হদিশ পেয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

গত ৩ জুন ঝাড়খণ্ড সরকারের কাছে জমা দেওয়া চূড়ান্ত রিপোর্টে জিএসআই জানিয়েছে, ‘এই আবিষ্কারের ফলে এই অঞ্চলে সোনার খনিগুলির বরাত দেওয়ার জন্য দরপত্র আহ্বান করার পরিস্থিতি তৈরি হয়েছে, যা খুব তাড়াতাড়ি সম্পাদন করা হবে।’

রিপোর্টে বলা হয়েছে, জামশেদপুর শহর থেকে মাত্র ২০ কিমি দূরের ভিতর দ্বারী-হাকেগড়া অঞ্চলে ভূগর্ভস্থ প্রায় ২৫০ কেজি সোনার মজুত খুঁজে পাওয়া গিয়েছে। প্রকল্প চলাকালীন ৬০০ মিটার ব্যবধানে ৬টি বোরহোল ড্রিল করা হয়েছে। জিএসআই জানিয়েছে, ভূস্তরের প্রায় ১৫০ মিটার গভীরে মজুত রয়েছে স্বর্ণ আকর।

শনিবার রিপোর্টটি রাজ্যের খনি সচিব আবুবকর সিদ্দিকির হাতে তুলে দেন জিএসআই ঝাড়খণ্ড শাখার ডেপুটি ডিরেক্ট জেনারেল জনার্দন প্রসাদ। উপস্থিত ছিলেন জিএসআই-এর ডিরেক্টর (টি.সি.) এ কে শর্মা, প্রোজেক্ট ডিরেক্টর জিএসআই এসইউ: ঝাড়খণ্ড পঙ্কজ কুমার এবং ডিরেক্টর (মাইনস) ফইজ আক আহমেদ মুমতাজ প্রমুখ।

গত ২০১৩-২০১৪ সাল থেকে পঙ্কজ কুমারের জিএসআই-এর প্রতিনিধিদল ভিতর দ্বারী এলাকায় জরিপ এবং নমুনা সংগ্রহের কাজ চালায়। এর পর ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ সালে অঞ্চলে ড্রিলিং প্রক্রিয়া সম্পন্ন করেন ভূতাত্ত্বিক অভিষেক দাস ও নন্দু খালখো।

এর আগে ঝাড়খণ্ডের ভিতর দ্বারী-গোটিগড়া-হাকেগড়া অঞ্চলে ২০০৯-২০১০ সালে প্রথম সোনার আকরের ফোঁজ পাওয়ার পর থেকে সবিস্তারে জরিপ ও নমুনা সংগ্রহের কাজ চালায় জিএসআই। প্রকল্পের অন্তর্ভুক্ত ছিলেন সংস্থার বর্তমান ডিরেক্টর, সে সময়ে সিনিয়র জিওলজিস্ট পঙ্কজ কুমার। হিন্দুস্থান টাইমস


আরো সংবাদ



premium cement
প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল

সকল