২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে করোনা বাড়ছে, ফিরিয়ে নেয়া হচ্ছে চীনাদের

ভারতে করোনা বাড়ছে, ফিরিয়ে নেয়া হচ্ছে চীনাদের - সংগৃহীত

ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমনটাই মনে করে এদেশে থাকা চীনের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছ চীন। চীনা দূতাবাসের ওয়েবসাইটে মান্দারিন ভাষায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, 'বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। দেশে ফিরতে পারেন। তবে টিকিটের দাম দিতে হবে।'

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 'বাড়ি ফিরতে চাইলে ভারতে থাকা চীনা ছাত্র, ব্যবসায়ী, পর্যটকদের সাহায্য করবে ভারতে থাকা চীনের দূতাবাস। এজন্য চীনা পররাষ্ট্র দফতর ও সংশ্লিষ্ট দফতরগুলো ব্যবস্থা করেছে।' এর পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চীনে ফিরতে চাইলে সকলকেই সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যাতে ভাইরাসের সংক্রমণ না ছড়ায়। গত ১৪ দিনে শরীরে করোনা উপসর্গ দেখা দিলে বা সর্দিকাশি-জ্বর থাকলে বিশেষ বিমানে উঠবেন না।

এদিকে, ভারতে চোখ রাঙাচ্ছে করোনা। টানা ৪ দিন গড়ে আক্রান্তের সংখ্যা ৬ হাজারের ওপর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত ৬,৯৭৭। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৬৭৬৭। করোনার ব্যাপকতায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানির পর দশম স্থানে ভারত। মারণ ব্যাধিতে সবচেয়ে কাবু মহারাষ্ট্র। তারপরই তামিলনাড়ু, গুজরাট ও দিল্লির স্থান। রোববার মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫০,০০০ পার করেছে। এক দিনে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩০৪১। দেশে মোট করোনা সংক্রমিতের ৬৭% চার রাজ্যের বাসিন্দা।

আগামী ২ মাস পরিস্থিতি আরো ঘোরালো হতে পারে বলেই মনে করছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেদিকে নজর রেখে দেশের ৮ রাজ্যের ১১টি পুর এলাকায় বিশেষ সতর্কতা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।এইসব এলাকার ঘনবসতিপূর্ণ জায়গাগুলোতে লাগাতার নজরদারি ও করোনা স্ক্রিনিংয়ের ওপর জোর দিতে হবে। রাজ্যগুলোকে ভিডিও কনফারেন্সিং করে জানিয়ে দেয়া হয়েছে।

সূত্র : জি নিউজ


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল