১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

ভারতে করোনা বাড়ছে, ফিরিয়ে নেয়া হচ্ছে চীনাদের

ভারতে করোনা বাড়ছে, ফিরিয়ে নেয়া হচ্ছে চীনাদের - সংগৃহীত

ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমনটাই মনে করে এদেশে থাকা চীনের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছ চীন। চীনা দূতাবাসের ওয়েবসাইটে মান্দারিন ভাষায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, 'বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। দেশে ফিরতে পারেন। তবে টিকিটের দাম দিতে হবে।'

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 'বাড়ি ফিরতে চাইলে ভারতে থাকা চীনা ছাত্র, ব্যবসায়ী, পর্যটকদের সাহায্য করবে ভারতে থাকা চীনের দূতাবাস। এজন্য চীনা পররাষ্ট্র দফতর ও সংশ্লিষ্ট দফতরগুলো ব্যবস্থা করেছে।' এর পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চীনে ফিরতে চাইলে সকলকেই সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যাতে ভাইরাসের সংক্রমণ না ছড়ায়। গত ১৪ দিনে শরীরে করোনা উপসর্গ দেখা দিলে বা সর্দিকাশি-জ্বর থাকলে বিশেষ বিমানে উঠবেন না।

এদিকে, ভারতে চোখ রাঙাচ্ছে করোনা। টানা ৪ দিন গড়ে আক্রান্তের সংখ্যা ৬ হাজারের ওপর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত ৬,৯৭৭। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৬৭৬৭। করোনার ব্যাপকতায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানির পর দশম স্থানে ভারত। মারণ ব্যাধিতে সবচেয়ে কাবু মহারাষ্ট্র। তারপরই তামিলনাড়ু, গুজরাট ও দিল্লির স্থান। রোববার মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫০,০০০ পার করেছে। এক দিনে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩০৪১। দেশে মোট করোনা সংক্রমিতের ৬৭% চার রাজ্যের বাসিন্দা।

আগামী ২ মাস পরিস্থিতি আরো ঘোরালো হতে পারে বলেই মনে করছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেদিকে নজর রেখে দেশের ৮ রাজ্যের ১১টি পুর এলাকায় বিশেষ সতর্কতা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।এইসব এলাকার ঘনবসতিপূর্ণ জায়গাগুলোতে লাগাতার নজরদারি ও করোনা স্ক্রিনিংয়ের ওপর জোর দিতে হবে। রাজ্যগুলোকে ভিডিও কনফারেন্সিং করে জানিয়ে দেয়া হয়েছে।

সূত্র : জি নিউজ


আরো সংবাদ



premium cement
এস এ খালেক এমপি স্মরণে দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী ৪৩তম বিসিএসের ২৬৭ জন কর্মকর্তাকে পদায়ন হাসিনা-মোদি চুক্তির আলোকে দহগ্রামে সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে নারায়ণগঞ্জে গডফাদার সৃষ্টি করেছে’ আরো ৩২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল প্রাথমিক পর্যায়ে সাক্ষরতা অর্জন নিশ্চিত করা জরুরি : গণশিক্ষা উপদেষ্টা কৃষি সম্প্রসারণ অধিদফতরের নাম বদল ও পুনর্গঠনের দাবি কৃষিবিদদের চট্টগ্রামে হিন্দু এনজিওকর্মীর আত্মহত্যাকে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলে প্রচার মিথ্যা প্রমাণিত পদ্মায় ধরা পড়ল বিশাল বোয়াল, অর্ধ লাখ টাকায় বি‌ক্রি ফরিদপুরে যুবককে ওঠিয়ে নিয়ে চোখ তুলে হত্যা

সকল