২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ভারতে করোনা বাড়ছে, ফিরিয়ে নেয়া হচ্ছে চীনাদের

ভারতে করোনা বাড়ছে, ফিরিয়ে নেয়া হচ্ছে চীনাদের - সংগৃহীত

ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমনটাই মনে করে এদেশে থাকা চীনের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছ চীন। চীনা দূতাবাসের ওয়েবসাইটে মান্দারিন ভাষায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, 'বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। দেশে ফিরতে পারেন। তবে টিকিটের দাম দিতে হবে।'

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 'বাড়ি ফিরতে চাইলে ভারতে থাকা চীনা ছাত্র, ব্যবসায়ী, পর্যটকদের সাহায্য করবে ভারতে থাকা চীনের দূতাবাস। এজন্য চীনা পররাষ্ট্র দফতর ও সংশ্লিষ্ট দফতরগুলো ব্যবস্থা করেছে।' এর পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চীনে ফিরতে চাইলে সকলকেই সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যাতে ভাইরাসের সংক্রমণ না ছড়ায়। গত ১৪ দিনে শরীরে করোনা উপসর্গ দেখা দিলে বা সর্দিকাশি-জ্বর থাকলে বিশেষ বিমানে উঠবেন না।

এদিকে, ভারতে চোখ রাঙাচ্ছে করোনা। টানা ৪ দিন গড়ে আক্রান্তের সংখ্যা ৬ হাজারের ওপর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত ৬,৯৭৭। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৬৭৬৭। করোনার ব্যাপকতায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানির পর দশম স্থানে ভারত। মারণ ব্যাধিতে সবচেয়ে কাবু মহারাষ্ট্র। তারপরই তামিলনাড়ু, গুজরাট ও দিল্লির স্থান। রোববার মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫০,০০০ পার করেছে। এক দিনে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩০৪১। দেশে মোট করোনা সংক্রমিতের ৬৭% চার রাজ্যের বাসিন্দা।

আগামী ২ মাস পরিস্থিতি আরো ঘোরালো হতে পারে বলেই মনে করছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেদিকে নজর রেখে দেশের ৮ রাজ্যের ১১টি পুর এলাকায় বিশেষ সতর্কতা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।এইসব এলাকার ঘনবসতিপূর্ণ জায়গাগুলোতে লাগাতার নজরদারি ও করোনা স্ক্রিনিংয়ের ওপর জোর দিতে হবে। রাজ্যগুলোকে ভিডিও কনফারেন্সিং করে জানিয়ে দেয়া হয়েছে।

সূত্র : জি নিউজ


আরো সংবাদ



premium cement
পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‘মানুষের অধিকার রক্ষা ও কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াত নেতাকর্মীদের কাজ করতে হবে’ পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হবিগঞ্জে মাইক্রোবাস ও পিকআপের সংঘর্ষে আহত ৭ জুনে নেপালের বিদ্যুৎ আসবে বাংলাদেশে পানছড়িতে আগুনে পুড়ল প্রবাসীর বসতঘর পাকিস্তানকে উড়িয়ে সেমিফাইনালের দোরগোড়ায় ভারত ন্যাটো সদস্যপদ দিলে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগে রাজি জেলেনস্কি গফরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত বাস্তবতা বুঝতে বললেন কোচ বাটলার কটিয়াদীরের স্বাধীন মিয়া দেশ সেরা দ্রুততম মানব

সকল