০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

ভারতীয় মুসলমানরা যেভাবে ঈদ উদযাপন করলেন

পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। - ছবি : সংগৃহীত

ভারতে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন বিধি মেনে বিভিন্ন রাজ্যে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আজ সোমবার ঈদগাহ বা বড় কোনও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। ব্যক্তিগত উদ্যোগে বাসায় অথবা অপেক্ষাকৃত ছোটখাটো মসজিদ ও অন্যত্র দৈহিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ হয়েছে।

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে চিরাচরিত ঈদের জামাত অনুষ্ঠিত না হওয়ায় মসজিদটি আজ শূন্য হয়ে ছিল। এখানে কেবল শাহী ইমাম ও তার পরিবারের কয়েকজন নামাজ আদায় করেছেন বলে জানা গেছে। স্বাভাবিক অবস্থায় দিল্লির জামে মসজিদে ঈদের সময় এক লাখের বেশি মানুষ নামাজ আদায় করেন। জুমা নামাজে এখানে কমপক্ষে দশ হাজার মানুষের জামাত হয়।

ভোপালের তাজ উল মসজিদ, হায়দ্রাবাদের মক্কা মসজিদে ঈদের জামাত হয়নি। পশ্চিমবঙ্গে আজ ঐতিহ্যবাহী রেড রোডের ঈদের জামায়াত, নাখোদা মসজিদ ও অন্যান্য বড় মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি।

পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে আজ সপরিবারে বাসায় নামাজ আদায় করেছেন।

মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এরকমভাবে আগে কখনও ঈদ পালন করিনি। গোসল করে, নতুন পোশাক পরে মসজিদে ঈদের নমাজ পড়তে যাওয়া, এই অভ্যেস তার ছোটবেলা থেকেই। এবার ব্যতিক্রম ঘটল। পৃথিবী সঙ্কটের মুখে এছাড়া উপায় নেই বলেও তিনি মন্তব্য করেন।

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যরা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পার্সটুডে


আরো সংবাদ



premium cement
চাঁদার দাবিতে কর্মকর্তাকে মারধর, ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি গ্রেফতার যমুনার যাওয়ার পথে বাধা, রাস্তা অবরোধ অভ্যুত্থানে আহতদের কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার আবারো প্রস্তাব ট্রম্পের প্রাইজ বন্ডের ১১৮তম ড্র অনুষ্ঠিত ফেনীতে জামায়াত নেতা-কর্মীদের স্বাগত মিছিল যশোর সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন পণ্য জব্দ বাংলাদেশীদের জন্য ভিসা আরো সহজ করল থাইল্যান্ড নবাবগঞ্জে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী ও শাশুড়ি আটক ২৪ ঘণ্টার মধ্যে আ’লীগ নিষিদ্ধের দাবি বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত কমেছে ৮৩ শতাংশ নাটোর জেলা বিএনপির কমিটিতে যুগ্ম আহ্বায়ক আজিজ, সদস্য রঞ্জু

সকল