পোস্টমাস্টারের মহানুভবতা, নিজের সব সঞ্চয় দিয়ে দিলেন গরীবদের
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ মে ২০২০, ২০:৪০
‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’-যত সহজে আমরা একথা হামেশাই বলে থাকি, বাস্তবে কতজন তা করতে পারি? তবে, করোনার আতঙ্কে ভারতজুড়ে চলা লকডাউনে এমন অনেক মানুষেরই কিন্তু দেখা মিলছে, যাঁরা ডাক্তার-স্বাস্থ্যকর্মী-পুলিশ না হয়েও মানুষের জন্যে আপ্রাণ সেবা করে চলেছেন। এবার খোঁজ পাওয়া গেল বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের এক পোস্টমাস্টারের। লকডাউনে গরিব মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন নিজের যাবতীয় সঞ্চয় দিয়ে। তাতেই তিনি সুখী।
ওই পোস্টমাস্টারের নাম সুব্রত চট্টোপাধ্যায়। নিজের বেতন ছাড়াও যা সঞ্চয় তিনি করেছেন, সেই সব কিছু দিয়েই গরিব মানুষের খাওয়ার ব্যবস্থা করছেন তিনি। তবে, নিজের এই কাজকে খুব সামান্য বলেই মনে করেন তিনি। তার কথায়, ‘এত মানুষ সমস্যায় পড়েছেন। আমি সামান্য চেষ্টা করছি ওঁদের পাশে থাকার। এটা আমার কর্তব্য।’
আর ছেলের এই কাজে সর্বত সমর্থন দিয়ে পাশে রয়েছেন সুব্রত বাবুর মা চাঁপা চট্টোপাধ্যায়। তার কথায়, ‘শুধু নিজেরা কেন, এই পরিস্থিতিতে সকলেই ভালো থাকুক। আমার ছেলে যা করছে, তাতে তো আপত্তি তোলার কথাই নেই। মানুষ ভালো থাকুক। ওঁকে আশীর্বাদ করুক।’
গ্রামের পোস্টমাস্টারের এহেন কাজে খুশি গ্রামীবাসীরাও। সকলেই একবাক্যে বলছেন, সুব্রত বাবুর মতো মানুষরা আছেন বলেই এখনও পৃথিবী সুন্দর। মনে হয়, মানুষের মধ্যে মানবিকতাই শ্রেষ্ঠ জায়গায় রয়েছে।