জনশূন্য লেকে কার উদ্দেশে হাত নাড়ছেন মোদি? (ভিডিও)
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০০
নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী। তাই যেখানেই যান, রাজনৈতিক অনুগামী থেকে অনুরাগী, সবাই তাকে দেখতে ভিড় করে। আজ পর্যন্ত এর অন্যথা হয়নি। কিন্তু মোদির সাথে যা ঘটেছে তা হয়তো প্রধানমন্ত্রী নিজেও আশা করেননি। যে তার সাথে এমনটা হতে পারে। কিন্তু হল। আর হল খোদ ভারতেই।
ভূস্বর্গ ক্শ্মীরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিকল্পনা ছিল গোটা দিনটাই তিনি কাশ্মীরে কাটাবেন। সেই মতো রবিবার রওনা দেন তিনি। প্রথমে যান লেহ-তে। সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলেন। এলাকার শিক্ষা ও বিভিন্ন প্রকল্প নিয়ে চর্চা করেন।
কাজ মিটিয়ে এরপর তিনি যান জম্মু। সেখানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও পরিকাঠামো উন্নয়নের কাজ পরিদর্শন করেন ও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর শেষ গন্তব্য ছিল কাশ্মীরের ডাল লেক। এরপর সেই জায়গার উদ্দেশে রওনা দেন তিনি।
এত দূর পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু ডাল লেকে এসেই গন্ডগোল পাকাল। সংবাদ মাধ্যম এএনআই প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে তিনি ডাল লেকের মধ্যে একটি নৌকায় বসে হাত নাড়ছেন। অথচ হ্রদে কোন জনপ্রাণী নেই। কয়েকটি শিকারা ঘোরাফেরা করছে বটে। কিন্তু তার সওয়ারিরা কতদূর প্রধানমন্ত্রীকে নিয়ে আগ্রহ প্রকাশ করছেন, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ প্রধানমন্ত্রীকে দেখে কোথাও কাউকে উচ্ছ্বসিত হতে দেখা যায়নি। ভিডিওতে দেখা গেছে, গোটা ডাল লেক ফাঁকা। অথচ সে সবের তোয়াক্কা না করে মাঝে মধ্যেই হাত নাড়ছেন মোদি।
ভিডিওটি সামাজির মাধ্যমে ছড়িয়ে পড়তেই ঠাট্টা শুরু হয়ে গিয়েছে টুইটারে। সাধারণ মানুষ তো বটেই, রাজনৈতিক ব্যক্তিত্বরাও প্রধানমন্ত্রীকে এনিয়ে প্রশ্ন করার সুযোগ হাতছাড়া করেনি।
অনেকে তো সরাসরি প্রধানমন্ত্রীকে লিখেছেন, কাকে উদ্দেশ্য করে হাত নাড়ছেন তিনি? ওখানে নিশ্চয়ই অনুরাগীদের কল্পনা করে নিয়েছেন প্রধানমন্ত্রী। নাহলে ফাঁকা হ্রদে এক এক বার এক এক জায়গার দিকে তাকিয়ে হাত নাড়ার তো কেনও মানে হয় না!