ইরানের সাথে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তোলা হবে : পাক সেনাপ্রধান
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ ডিসেম্বর ২০১৮, ১৩:০৫
পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল কামার জাবেদ বাজওয়া বলেছেন, ইরানের সাথে তার দেশের সহযোগিতা শক্তিশালী হয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা আরো বাড়ানোর জন্য এ সহযোগিতা অব্যাহত থাকবে।
শনিবার পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর রাওয়ালপিন্ডিতে দেশটির সেনা দফতরে বালুসিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খানকে জেনারেল বাজওয়া বলেন, ভবিষ্যতে এ সহযোগিতা আরো উন্নতি ঘটবে। তিনি আরো বলেন, আমি আশাবাদী যে ইরানের সাথে নিরাপত্তাগত এবং সামরিক সহযোগিতা দুই দেশের অভিন্ন সীমান্তে পরিস্থিতির আরো উন্নতি ঘটাবে।
গত কয়েক বছর ধরে দুই দেশের সীমান্তরক্ষীদের ওপর সন্ত্রাসীরা একাধিক বড় ধরনের হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের হামলায় এ ক্ষেত্রে ইরানের সীমান্তরক্ষীরা বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সম্প্রতি পাকিস্তানের পাবর্ত্য শহর কেচে নিয়মিত টহলের সময় বন্দুকধারীদের হামলায় ছয় পাকিস্তানি সৈন্য নিহত হয়।
এর আগে গত ১৫ অক্টোবর ইরানের দক্ষিণ-পূর্ব সিস্তান-বালুসিস্তান সীমান্তের মিরজাভার জিরো পয়েন্ট থেকে ১২ সীমান্তরক্ষীকে অপহরণ করে ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা। অপহরণের পর তাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে পাচজনকে মুক্তি দেয়া হলেও বাকিরা এখনো সন্ত্রাসীদের হাতে জিম্মি রয়েছে।