২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে শ্বেতপত্র প্রকাশ করার দাবি মোহাম্মদ সেলিমের

- ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মাদ সেলিমের অভিযোগ, ২০১১ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে রাজ্যে বিদেশী টাকা ব্যবহার করা হচ্ছে।

আজ (রোববার) ডানকুনিতে সিপিআই(এম)-এর ২৭তম রাজ্য সম্মেলনের অবসরে সংবাদ সম্মেলনে একথা বললেন মোহাম্মাদ সেলিম।

তিনি বলেন, ‘২০১১ সালের পর থেকে দেখা গিয়েছে নির্বাচনে ভোট চুরি ও সন্ত্রাসীদের জন্য বিদেশী টাকা ব্যবহার করা হয়েছে। বিদেশের টাকা চিট ফান্ডের নাম করে এরাজ্যের তৃণমূলের ঘরে ঢুকেছে। মানুষের ভোট প্রভাবিত করার জন্য বিজেপি এবং তৃণমূল উভয়েই বিদেশী টাকা ব্যবহার করেছে। তাই তারা পরস্পরকে দোষারোপ করে না।’

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের নির্বাচনে গণতান্ত্রিক অংশগ্রহণ বাড়ানোর জন্য আমাদের থেকে ২১ মিলিয়ন ডলার যাবে কেন? ট্রাম্পের ওই মন্তব্যের পর থেকে ভারতের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। বিদেশী টাকা দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারে ব্যবহারের অভিযোগ নতুন নয়।

সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, সাহস থাকলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া অর্থের বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করুক। তিনি আরো বলেন, ‘সিপিআই(এম) ইলেক্টোরাল বন্ডের বিরুদ্ধে মামলা করেছিল, এবারও বিদেশী ফান্ডের বিষয়ে তদন্তের দাবি জানাচ্ছি।’

সিপিএম নেতা বলেন, ‘ট্রাম্প বলছে ২১ মিলিয়ন ডলার দেয়া হয়েছে মোদিকে ভোটদানের হার বাড়ানোর জন্য। এ বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানাচ্ছি। নরেন্দ্র মোদি বিশ্বগুরু হওয়ার চেষ্টা করছে, আবার বাইরে থেকে টাকা নিয়েছে গণতন্ত্র দেখানোর জন্য।’ এসব টাকা টাকা কোথা থেকে আসে তা জানা দরকার জাতীয় নিরাপত্তার জন্য। সেই টাকা যদি প্রশাসনকে কেনা এবং ভোটে জেতার জন্য ব্যবহার হয় তাহলে তা স্পষ্টত অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ

সকল